(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update :কলকাতায় ভরা শ্রাবণ, বাংলার জেলায় জেলায় তুমুল বর্ষণ, জলে তলিয়ে যেতে পারে এই জায়গাগুলি ?
সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা : কটাল ও নিম্নচাপের জোড়া প্রভাবে উত্তাল সমুদ্র। তার জেরে তলিয়ে গিয়েছে ট্রলার। গঙ্গাসাগরে ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম। ১-৫ নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সমুদ্র-পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান। প্রকৃতি তাণ্ডব দেখাচ্ছে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে বর্ষার জল-ভরা মেঘ ঘিরে ফেলেছে কলকাতাকে। জেলায় জেলায় অবশেষে শুরু হয়েছে প্রবল বর্ষণ।
আবহাওয়া দফতরের বার্তা, গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, সঙ্গে চমকাবে বিদ্যুৎ। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। দেরিতে হলেও অবশেষে স্বমহিমায় দক্ষিণবঙ্গে বর্ষা। সোমবার থেকেই বৃষ্টি চলছে দিনভর। আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই ৫ জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের চার জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এর মধ্যে নিষেধাজ্ঞা এড়িয়ে ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিপদে পড়েছেন অনেকে। রবিবার ঢেউয়ের ধাক্কায় সাগরে উল্টে যায় ৩টি ট্রলার। এই ঘটনায়, ২ মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন। সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এরপরও নজরদারি এড়িয়ে কীভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
সাগরদ্বীপে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাঙন। ক্রমেই এগিয়ে আসছে সমুদ্র। স্থানীয়দের আশঙ্কা, ৩টি মন্দির আগেই তলিয়ে গেছে, এবার কপিল মুনির আশ্রমও তলিয়ে যাবে না তো সেই প্রশ্ন উঠছে !
উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত একইরকম বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ৭ জেলায়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।