West Bengal Weather : কলকাতায় শীতের কামড় ! ১৫ ডিগ্রিতে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
West Bengal Weather: কলকাতা শহরেই ভোরের তাপমাত্রা নামল ১৫র আশে পাশে। যা এই মরশুমে এখনও সবথেকে কম ।
অগ্রহায়ণের শেষাশেষি অবশেষ শীতের কামড় কলকাতায় ( Kolkata Weather ) । অনেকটাই নামল পারদ। সপ্তাহের শুরু হল কলকনে ঠান্ডায়। মেঘমুক্ত ভোরে উত্তুরে হাওয়ার শিরশিরানি জানান দিল শীত এসেই গিয়েছেন। কলকাতা শহরেই ভোরের তাপমাত্রা নামল ১৫র আশে পাশে। যা এই মরশুমে এখনও সবথেকে কম ।
কলকাতার আবহাওয়া
রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাস ছিলই। সোমের সকালে মহানগরের তাপমাত্রা নামল ১৫.৩ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা গড়ালে বাড়তে পারে তাপমাত্রা। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে। তবে এবার জমিয়ে ঠান্ডা পড়বে। আবহাওয়া দফতর মনে করছে, আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নামতে পারে পারদ।
ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব কাটিয়ে রাজ্যজুড়ে নেমেছে তাপমাত্রা। পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ।
- কালিম্পং-এ ১১ দশমিক ৫ ডিগ্রি
- বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮
- শ্রীনিকেতন ১১ দশমিক ৪
- মেদিনীপুর ১৩ দশমিক ১
- দিঘা ১৩ দশমিক ৬
- আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬
- শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে।
আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের
শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের কামড় দক্ষিণের থেকে বেশি। শৈলশহর দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের। আর তার সঙ্গে তাল দিয়ে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা।
কলকাতার আবহাওয়া আগামী ৭ দিনে
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Dec | 16.0 | 25.0 | Mainly Clear sky | |
11-Dec | 15.0 | 24.0 | Mainly Clear sky | |
12-Dec | 15.0 | 24.0 | Mainly Clear sky | |
13-Dec | 15.0 | 25.0 | Mainly Clear sky | |
14-Dec | 16.0 | 25.0 | Mainly Clear sky | |
15-Dec | 15.0 | 25.0 | Mainly Clear sky | |
16-Dec | 15.0 | 25.0 | Mainly Clear sky |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :