West Bengal Weather: ঘূর্ণাবর্ত মাটি করবে পুজোর তোড়জোড়? আগামী ৪-৫ দিনের খবর জানিয়ে দিল আবহাওয়া অফিস
West Bengal Weather Update : পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। আপাতত পরিষ্কার আকাশই থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর ( Durga Puja 2023 ) বাদ্যি প্রায় বেজে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। সামনেই মহালয়া। আর তারপরই শহরজুড়ে দুর্গাপুজো শুরু হয়ে যাবে। এই সময়টা কেনাকাটি, ব্যাবসা বাণিজ্যের স্বর্ণসময়। আর সবটাই নির্ভর করছে আবহাওয়ার ( Kolkata Weather Update ) হালহকিকতের উপর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে। পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। আপাতত পরিষ্কার আকাশই থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় কবে
আগামী দু-তিন দিনে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন-চার দিন শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন?
বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। জলীয় বাষ্প দ্রুত কমবে। শুকনো বাতাসের সঙ্গে ঘটবে আবহাওয়ার পরিবর্তন।
উত্তরবঙ্গের আবহাওয়া
মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং- কালিম্পং এর পার্বত্য এলাকায় এবং জলপাইগুড়ি ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। হবে শুষ্ক আবহাওয়া।
কলকাতার আবহাওয়া
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। শুকনো আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Oct | 23.0 | 36.0 | Partly cloudy sky with Possibility of Drizzle | |
11-Oct | 21.0 | 36.0 | Mainly Clear sky | |
12-Oct | 19.0 | 35.0 | Clear sky | |
13-Oct | 21.0 | 36.0 | Mainly clear sky becoming partly cloudy towards afternoon or evening | |
14-Oct | 22.0 | 37.0 | Partly cloudy sky | |
15-Oct | 23.0 | 36.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
16-Oct | 23.0 | 35.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |