West Bengal Weather Update : সংক্রান্তি পেরোতেই ফের কমল তাপমাত্রা, মাঘের শুরুতেই নামবে বৃষ্টি
West Bengal Weather News : মাঘের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীতের ব্যাটিং এখনই শেষ নয়। মকর সংক্রান্তির পর ফের ফিরল শীতের শিরশিরানি। সোমবারও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। তবে ফের নামল পারদ। এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে গেল শহর কলকাতার তাপমাত্রা ।
শহরের আবহাওয়ার হাল হকিকত
- সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
- স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
- গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
- বুধবার থেকে ফের ঊর্ধ্বগামী হবে পারদ।
মাঘের শুরুতে বৃষ্টির ইঙ্গিত
মাঘের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ও হাওড়ায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। - D
কুয়াশার প্রভাব জনজীবনে
সোমবার কুয়াশার কারণে দৃশ্য়মানতা কমে যাওয়ায়, কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলেও প্রভাব পড়েছে। ৫টি বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। দৃশ্যমান্যতা কমে যাওয়ায় কাটোয়া থেকে নদিয়া সংযোগকারী বল্লভপাড়া ফেরিঘাটে লঞ্চ চলাচল ব্যাহত হয়।
Date Min Temp Max Temp Weather 16-Jan 17.0 26.0 Fog/mist in the morning and partly cloudy sky later 17-Jan 18.0 26.0 Fog/mist in the morning and mainly clear sky later 18-Jan 19.0 26.0 Fog/mist in the morning and partly cloudy sky later 19-Jan 18.0 25.0 Partly cloudy sky 20-Jan 17.0 26.0 Mainly Clear sky 21-Jan 16.0 27.0 Mainly Clear sky 22-Jan 17.0 28.0 Mainly Clear sky - অন্যদিকে ,
উত্তর ভারতজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। শুক্রবার পর্যন্ত দিল্লি ( Delhi ) ও NCR-এর শৈত্যপ্রবাহের ( Cold wave ) হলুদ সতর্কতা ( yellow alert ) জারি হয়েছে। বুধবার পর্যন্ত জাতীয় রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি
সোমবার সকালের দিকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দিল্লির জন্য এইরকম কম তাপমাত্রা নিঃসন্দেহে একটি 'গুরুতর' শৈত্যপ্রবাহ। যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম, তাই এই অবস্থাকে ‘severe’ বলা হচ্ছে । রবিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা মরসুমের গড় তাপমাত্রার থেকে তিন ডিগ্রি কম।
দোসর হয়েছে ঘন কুয়াশা
সোম ও মঙ্গলবার পারদ ঘোরাফেরা করবে ৩ ডিগ্রির আশপাশে। শীতের দোসর হয়েছে ঘন কুয়াশা। তার জেরে নর্দার্ন রেলের ১৩টি ট্রেন দেরিতে চলছে। অন্যদিকে, জম্মু কাশ্মীরের কূপওয়াড়ায় তুষারধসের সতর্কতা জারি হয়েছে।