West Bengal Weather Update: মাঘের শুরুতে কুপোকাত শীত, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Forecast: আজ ও কাল রাজ্যজুড়েই বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি। ফের কমবে তাপমাত্রা।
কলকাতা: মাঘের শুরুতে কুপোকাত শীত (Winter)। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (lowest temperature) ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় (Kolkata) প্রধানত মেঘলা আকাশ। আজ ও কাল রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি। ফের কমবে তাপমাত্রা। এরপর বঙ্গভূমে শীত ঘুরে দাঁড়াবে নাকি, ধীরে ধীরে পাততাড়ি গোটাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা |
সর্বোচ্চ তাপমাত্রা |
সারাদিন কেমন কাটবে |
---|---|---|---|
২৩-Jan | ১৭.০ | ২৪.০ | মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |
২৪-Jan | ১৮.০ | ২২.০ | মেঘলা আকাশ, ভারী বৃষ্টি |
২৫-Jan | ১৭.০ | ২২.০ | মেঘলা আকাশ, ভারী বৃষ্টি |
২৬-Jan | ১৭.০ | ২৪.০ | মেঘলা আকাশ, হালকা বৃষ্টি |
২৭-Jan | ১৬.০ | ২৫.০ | মেঘলা আকাশ |
চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে শীত জাঁকিয়ে বসেছিল রাজ্যে। কিন্তু গত দু’-তিন দিন ধরেই তাতে ব্যাঘাত ঘটার ইঙ্গিত মিলছিল। আবহাওয়া দফতর জানায়, বৃষ্টির ভ্রূকুটি রাজ্যের উপর। তাই শীত চলে যেতে পারে বলে আফসোস করছিলেন অনেকেই। আর পূর্বাভাস অনুযায়ী, গতকাল শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি (Rainfall)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রবিবার এবং আগামীকাল সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ নামবে বলেই মনে করছেন আবহবিদরা।