Weather Update : ধেয়ে আসছে দুর্যোগ, তুমুল বৃষ্টিতে ধুয়ে যাবে জেলা থেকে জেলা, আবহাওয়ার বড় আপডেট IMD-র
জেলায় জেলায় ঘনীভূত হতে পারে দুর্যোগ। দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বর্ষণের আশঙ্কা রয়েছে।

কলকাতা : দেবীপক্ষ শুরুর আগে ফের ভাসবে মহানগর? জেলায় জেলায় ঘনীভূত হতে পারে দুর্যোগ। দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বর্ষণের আশঙ্কা রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভাসবে কলকাতাও। এছাড়াও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা বলেছে আবহাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিসের খবর, পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা স্থান বদল করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির হবে।
আজ কোথায় দুর্যোগ
আজ শুক্রবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি স্থানে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে।
শনিবার বৃষ্টির সম্ভাবনা
শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (গতি ৩০-৪০ কিমি/ঘণ্টা) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা গতিতে) হতে পারে।
রবিবারও ভাসবে পশ্চিমবঙ্গ
রবিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) সহ বজ্রপাত হতে পারে।






















