West Bengal Weather Update : বড়দিনে কাঁপবে কলকাতা? আজ বাড়ল তাপমাত্রা
Weather Update : আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পেতে পারে। তার জন্যই বাড়তে পারে তাপমাত্রা
কলকাতা : রাজ্যে শীতের দাপট থাকলেও আজ কলকাতার তাপমাত্রা (Temperature) সামান্য বাড়ল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বড়দিনেও (Christmas) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পেতে পারে। তার জন্যই বাড়তে পারে তাপমাত্রা।
West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
এক নজরে আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস :
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
আকাশ কেমন | |
---|---|---|---|---|
২২-Dec | ১২.0 | ২২.0 | পরিষ্কার আকাশ | |
২৩-Dec | ১২.0 | ২৩.0 | পরিষ্কার আকাশ | |
২৪-Dec | ১৩.0 | ২৩.0 | পরিষ্কার আকাশ | |
২৫-Dec | ১৪.0 | ২৩.0 | পরিষ্কার আকাশ | |
২৬-Dec | ১৬.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ | |
২৭-Dec | ১৬.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ | |
২৮-Dec | ১৬.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ |
অন্যদিকে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামায় উত্তরপ্রদেশের কানপুরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই বঙ্গে ও সারা ভারতে জমিয়ে ব্যাটিং শীতের।