Weather Update: প্রবল বর্ষণের পূর্বাভাস, সপ্তাহের প্রথম দিন ভাসবে বাংলার এই জেলাগুলি
Rain Alert: নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিম্নচাপের (West Bengal Depression Alert) দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। প্রবল বৃষ্টিতেও ভিজবে উত্তরবঙ্গ। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা।
ভারী বৃষ্টির সতর্কতা জারি: নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মূলত উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের অবস্থান করবে আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ। তারপর আরো ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বাংলা থেকে। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার সক্রিয় বিকানীর রোহতক হামিরপুর সিদ্ধি হয়ে ঝাড়খন্ড ও বাংলা সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
কোথায় কেমন আবহাওয়া?
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবারও সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকালও। পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে।
আগামী সাতদিনের আবহাওয়া:
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
25-Aug | 26.0 | 29.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
26-Aug | 26.0 | 29.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
27-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
28-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
29-Aug | 27.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
30-Aug | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
31-Aug | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।