Weather Update: কদিন বৃষ্টি চলবে আপনার এলাকায়? ফের কি কমবে তাপমাত্রা?
West Bengal Rain Forecast: গতকাল রাত থেকেই ভিজতে শুরু করেছে কোনও কোনও জেলা। কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে।
কলকাতা: রাতভর অবিরাম ধারাপাত। গোটা দিন কেটে গেলেও বৃষ্টি (Rain Forecast) থামার লক্ষণ নেই। দক্ষিণবঙ্গে আপাতত দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: গতকাল রাত থেকেই ভিজতে শুরু করেছে কোনও কোনও জেলা। কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজকের মতো আগামীকালও বৃষ্টি হবে। বসন্তের অকাল ধারাপাতে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আবহবিদ সোমনাথ দত্ত বলেন, "দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল এরকমই আবহাওয়া থাকবে। আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হবে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। যার জেরে কমেছে তাপমাত্রাও। আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির মধ্যেই। পরশু অর্থাৎ শুক্রবার থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কিছু কিছু জেলায় ৩১-৩২ হতে পারে। আবার শনিবার কোনও কোনও জেলায় তা হয়ে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসও।''
আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
সূত্র: https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
20-Mar | 14.0 | 33.0 | Mainly Clear sky | |
21-Mar | 15.0 | 32.0 | Partly cloudy sky | |
22-Mar | 14.0 | 34.0 | Mainly Clear sky | |
23-Mar | 15.0 | 34.0 | Partly cloudy sky | |
24-Mar | 15.0 | 33.0 | Partly cloudy sky | |
25-Mar | 16.0 | 34.0 | Mainly Clear sky | |
26-Mar | 16.0 | 34.0 | Partly cloudy sky |
উত্তরবঙ্গের আবহাওয়া: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। ২৩ মার্চ পর্যন্ত রয়েছে দুর্যোগের পূর্বাভাস। শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহবিদ সোমনাথ দত্ত জানিয়েছেন, "উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে ২৩ মার্চ পর্যন্ত। বজ্রবিদ্যু সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Howrah Metro Fare: গন্তব্য হাওড়া! মেট্রোয় সফরে কোন স্টেশন থেকে কত ভাড়া?