Howrah Metro Fare: গন্তব্য হাওড়া! মেট্রোয় সফরে কোন স্টেশন থেকে কত ভাড়া?
Metro Railway Kolkata: ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে এই চার স্টেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া।
কলকাতা: সাধারণের জন্য খুলে গিয়েছে হুগলি নদীর নীচের পাতাল পথ। গঙ্গার নীচ দিয়ে শুরু হয়েছে মেট্রোর যাত্রী পরিষেবা (Kolkata Metro)। মাত্র ৪৬ সেকেন্ডেই গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে যাচ্ছে মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার রুটে মোট চারটি স্টেশন রয়েছে। এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান।
হাওড়া পৌঁছতে কত খরচ? ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে এই চার স্টেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া। এই মেট্রো স্টেশন লাগোয়াই হাওড়া রেল স্টেশন। যে স্টেশন দিয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন থাকেন। শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ধরেই নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেট্রোয় পৌঁছে যাওয়া যাবে হাওড়া। যাত্রীদের সুবিধার্থে মেট্রোর অন্যান্য স্টেশন থেকে এবার হাওড়া পর্যন্ত ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ।
স্টেশনের নাম | গন্তব্য | ভাড়া |
দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়া | হাওড়া | ৩০ টাকা |
দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার | হাওড়া | ২৫ টাকা |
শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গাঁধী রোড | হাওড়া | ২০ টাকা |
সেন্ট্রোল, চাঁদনি চক, পার্ক স্ট্রিট, ময়দান | হাওড়া | ১৫ টাকা |
রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক | হাওড়া | ২০ টাকা |
কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি | হাওড়া | ২৫ টাকা |
মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ | হাওড়া | ৩০ টাকা |
সত্যজিৎ রায় | হাওড়া | ৩৫ টাকা |
জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত | হাওড়া | ৪০ টাকা |
হেমন্ত মুখোপাধ্যায় | হাওড়া | ৫০ টাকা |
তথ্য সূত্র: কলকাতা মেট্রো
গত ১৫ মার্চ যাত্রী পরিষেবা শুরু হয়েছে গ্রিন লাইন। গঙ্গার নীচের গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে। যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাচ্ছে। এই অংশে সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দিচ্ছে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়ছে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: অভিনয়ের আঙিনা থেকে রাজনীতির ময়দানে, হুডখোলা গাড়িতে চড়ে প্রচার রচনার