Weather Update : তুমুল দুর্যোগ, লাল সতর্কতা জেলায় জেলায়, প্রবল বর্ষণ পাহাড়জুড়ে, অন্ধকারে কার্শিয়ং
ধসের খবর নেই ঠিকই, তবে, রাতজুড়ে বৃষ্টি হওয়ায়, কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং ছিল!

কলকাতা : শক্তি হারালেও রাজ্য জুড়ে 'মোন্থা'র প্রভাব চলছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই, গতকাল, রাত থেকে দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি নামে। ধসের খবর নেই ঠিকই, তবে, রাতজুড়ে বৃষ্টি হওয়ায়, কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং ছিল!
দুর্যোগপূর্ণ আবহাওয়া
বর্তমানে বিদ্যুৎ পুনরুদ্ধার করা গেছে বেশ কয়েকটি জায়গায়। আবহাওয়ার কথা মাথায় রেখে সান্দাকফু সহ পার্শ্ববর্তী এলাকায়, পর্যটকদের চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গতকাল, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। এমনকী, ধসের আশঙ্কা রয়েছে একাধিক পার্বত্য এলাকায়।
ফের অশনি সঙ্কেত শৈল শহরে ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, মালদা, উত্তর দিনাজপুর ও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও। যদিও, রবিবার থেকে কমবে বৃষ্টিপাত।
ভূটান সফর বাতিল করলেন অর্থমন্ত্রী
গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবারই ভূটান যাবেন বলে বিকেলে দিল্লি থেকে রওনা হন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু তাঁর বিমান আবহাওয়া খারাপ থাকায় জরুরি অবতরণ করে বাগডোগরা বিমানবন্দরে। সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও তাঁর ফ্লাইট উড়তে পারেনি।
আজ কোথায় কোথায় বৃষ্টি
অন্যদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে । রবিবার ঝকঝকে উজ্জ্বল আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
লাল সতর্কতা উত্তরবঙ্গে
বৃহস্পতিবারও আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ২৩ জেলায় সতর্কতা জারি থাকবে। শুক্রবার সকাল সাড়ে ৮টার পর উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়।






















