West Bengal Live Update : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন
Live Update : আগামী বৃহস্পতিতে SSC-শুনানি,

Background
লক্ষ্য ছাব্বিশের বিধানসভা ভোট। অমিত শাহ ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও, এখনও পর্যন্ত ২৫ শতাংশও পূরণ করতে পারলেন না বঙ্গ বিজেপির নেতারা। ফলে সংগঠন পোক্ত করার কাজ নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্নচিহ্ন। সূত্রের খবর, এনিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখেও পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বকে। যা নিয়ে আবার পদ্মশিবিরকে কটাক্ষ-বাণে বিঁধেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
কলকাতায় বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। একটানা কদিন জ্বর ও গাঁটে ব্যথা হলেই বিশেষ রক্তপরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মশাবাহিত এই রোগ থেকে রেহাই পেতে ব্যবহার করতে হবে মশারিও।
অন্যদিকে বঙ্গে রাম মন্দির ও বাবরি মসজিদ গড়ার জিগির। মুর্শিদাবাদে আগেই বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এরপরই রামমন্দির তৈরির ঘোষণা করেছিল বঙ্গীয় হিন্দু সেনা। আর এবার বহরমপুর লোকসভা এলাকার মধ্যে রামমন্দির তৈরির ঘোষণা করল বিজেপি। একদিকে মসজিদ আর অন্যদিকে মন্দির, ছাব্বিশের ভোটের আগে এটা কি রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার কৌশল? উঠছে প্রশ্ন।
আরও খবরের জন্য চোখ রাখুন লাইভ আপডেটে।
RG Kar Case Update : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের মামলায় জামিন । গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় ২জনের জামিন ।
West Bengal News Live : এখনই মুক্তি পাচ্ছেন না পার্থ
সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারি তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।






















