West Bengal Weather Updates: রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সোমবারের আগে উন্নতি নয়, KKR vs RCB ম্যাচ কি ভেস্তে যাবে?
West Bengal Weather Forecast: ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: চৈত্রের বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। দহন-জ্বালা থেকে সাময়িক স্বস্তি। আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। ইডেন গার্ডেন্সে IPL-এর উদ্বোধনী ম্যাচও ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই ৭ জেলায় ঝড় ও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। (West Bengal Weather Updates)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গেও দুর্যোগের ভ্রুকুটি। রবিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এদিকে, গত ২ দিনের ঝড় ও বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.১। তবে বৃষ্টি থামলেই ফের চড়বে পারদ। (West Bengal Weather Forecast)
জোড়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন। এই মুহূর্তে অসম ও মধ্যপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্তটি। একটি অক্ষরেখা রয়েছে কোমোরিন এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্নাটক থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত, যা এগিয়েছে তেলঙ্গানার উপর দিয়ে। আগামী ২৪ মার্চ আবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
বৃষ্টির জেরে গতকাল রাতেই কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি কমে যায়। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার সকাল থেকেও আকাশ পুরোপুরি মেঘলা। এদিন ভোরেও বৃষ্টি হয়েছে। আবহওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়লেও নেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ও সন্ধের দিকেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি হতে পারে। রবিবারও সেই রেশ বজায় থাকবে। আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারও। সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ক্রিকেট-প্রেমীদের। কারণ শনিবার সন্ধেয় ইডেনে IPL-এর উদ্বোধনী ম্যাচ রয়েছে। ঝড়-বৃষ্টিতে সেই ম্যাচ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।
তবে শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় বাতাসের গতিও বৃষ্টির অনুকুল থাকবে। আজ বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সাত জেলায় সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি হতে পারে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে, বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সেখানে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, এই তিন জেলায় শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। রবিবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ মার্চ, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে সোমবার থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে।
পশ্চিমবঙ্গের বাইরে অরুণাচলপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচ্চেরী, কেরল এবং মাহেতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ওড়িশায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, কেরল, মাহে, কর্নাটক, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিদর্ভ, সিকিম, বিহার ও তেলঙ্গানায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
