Weather Alert: সুন্দরবনজুড়ে ভারী বৃষ্টি-তুমুল ঝড়, ভয়াবহ ধস এলাকায় এলাকায়!
Weather Update Sundarbans News: আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির সঙ্গে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের অধিকাংশ মাটির বাঁধ বেহাল হয়ে পড়েছে।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা-জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ ভোর থেকে ফের ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে দমকা বাতাস বইছে। আকাশে জমছে কালো মেঘ। অতি বৃষ্টির জেরে জেলার বিস্তৃর্ণ অংশ এবার জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশীই হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে উপকূলে। ফলে সমুদ্র উত্তাল। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির সঙ্গে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের অধিকাংশ মাটির বাঁধ বেহাল হয়ে পড়েছে।
সুন্দরবনের সবকটি ব্লকের বাঁধ নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। বিশেষ করে মাটির বাঁধের অবস্থা ভয়াবহ। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমা ও কাকদ্বীপ ব্লকের গঙ্গাসাগর সমুদ্রতট, মৌসুনি দ্বীপ, নামখানা, নারায়ণগঞ্জ, গোবর্ধনপুরের বাঁধে ভয়াবহ ধস নেমেছে। নোনা জল ঢুকছে বাঁধ উপচে। সেচ দফতরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ! বৃষ্টির তাণ্ডব চলবে ৭ জেলায়, তালিকায় আপনার এলাকাও?
এদিকে, নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এই ৭ জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এই ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে।
অন্যদিকে, সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি। উপকূলে বইছে ঝোড়ো বাতাস। সমুদ্র উত্তাল। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে