West Burdwan: আসানসোলে পেট্রোল পাম্প কর্মীকে বেধড়ক মারধর, কয়েকজন গ্রাহকের বিরুদ্ধে অভিযোগ
West Burdwan News: গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনো আশ্রম মোড়ে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ঘটনা।আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কোশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: লাইন ভেঙে আগে তেল নেওয়ার আবদার না মেটানোয় আসানসোলে (Asansol) পেট্রোল পাম্প কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গ্রাহক-সহ কয়েকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) ভর্তি ওই কর্মী। তাঁকে বাঁচাতে গিয়ে আরও ২ কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনো আশ্রম মোড়ে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলার ঘটনা।আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
কী বলছেন পেট্রোল পাম্প মালিক?
ওই পেট্রোল পাম্পের মালিক সুবীর সাহা বলেন, চারচাকা নিয়ে এক ব্যক্তি এসেছিলেন পেট্রোল পাম্পে তেল ভরাতে। সেই সময় আরও এক যুবক আসেন। অভিযোগ যে সেই যুবক নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন ও আগে তেল ভরিয়ে দিতে বলেন। কিন্তু পেট্রোল পাম্পের কর্মী তা মানতে রাজি হননি। এরপরই ২ জনের মধ্যে বচসা বাধে। অভিযুক্ত যুবক ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে ফুটেজ, তাতে দেখা যাচ্ছে যে মারধরের জন্য় পেট্রোল পাম্প কর্মীর মাথা ও মুখ ফেটে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় সেই পেট্রোল পাম্প কর্মীকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন।
আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?
এদিন সরকারি তেল সংস্থা জানিয়েছে যে, কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। এদিন দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.৩১ টাকা এবং ৯৪.২৭ টাকা। পাশাপাশি এদিন চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে