West Burdwan: 'টাকা দেবে না নবান্ন', রেল ওভারব্রিজ তৈরিতে রাজ্য়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির
দুর্গাপুর স্টেশনে ২টি এস্কেলেটরের উদ্বোধন ও পানাগড় স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার অনুষ্ঠানে রাজ্য়ের বিরুদ্ধে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানে রেল ওভারব্রিজ তৈরিতে রাজ্য়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির। কেন্দ্র-রাজ্য় যৌথ উদ্য়োগে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় টাকা দিতে পারবে না বলে জানিয়েছে নবান্ন, দাবি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার। এ নিয়ে পাল্টা কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল।
জমি জটে যখন রাজ্য়ে একাধিক রেল প্রকল্প আটকে থাকার অভিযোগে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রেলমন্ত্রী, তখন অন্য়দিকে, রাজ্য়ের বিরুদ্ধে রেল ওভার ব্রিজ তৈরিতে অসহযোগিতার অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুওয়ালিয়া।
দুর্গাপুর স্টেশনে ২টি এস্কেলেটরের উদ্বোধন ও পানাগড় স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার অনুষ্ঠানে রাজ্য়ের বিরুদ্ধে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ। তাঁর দাবি,
পশ্চিম বর্ধমানে কেন্দ্র-রাজ্য় যৌথ উদ্য়োগে রেল ওভার ব্রিজ তৈরিতে টাকা দিতে পারবে না বলে জানিয়েছে নবান্ন।
বর্ধমান-দুর্গাপুর বিজেপি সাংস সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার কথায়, রাজ্য় সরকারের সঙ্গে অনেক দিন ধরে কথা চলছিল। রাজ্য় সরকারের কতগুলো সাহায্য দরকার হয়, যদি জমি অধিগ্রহণের প্রয়োজন হয় বা অন্য় কোনও দরকার। যতগুলো আরওভি হয় তাতে একভাগ রাজ্য় সরকার অর্থ সাহায্য করে আর তিন ভাগ অর্থ সাহায্য় কেন্দ্র করে। রেলের আধিকারিকরা অনেক চিঠি পাঠাবার পরেও ওনারা সাহায্য করেননি।
একদিকে যখন রাজ্য় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছে বিজেপি, অন্যদিকে পাল্টা বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করছে তৃণমূল। পশ্চিম বর্ধমানে বেশ কয়েকটি রেল ওভার ব্রিজ তৈরির দাবি জানিয়ে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই চিঠি দেন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়াকে। এরপর জেলার সাধারণ মানুষের অসুবিধার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও রেলবোর্ডকে চিঠি দেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ।
কেন্দ্র-রাজ্য় যৌথ উদ্য়োগে জেলায় বেশ কয়েকটি রেল ওভার ব্রিজ তৈরির পরিকল্পনা করে রেল। কিন্তু, রাজ্য় সরকার টাকা দিতে পারবে না জানিয়েছে বলে দাবি সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার। বিজেপির দাবি, কেন্দ্র ১০০ শতাংশ টাকা দিয়ে দুর্গাপুরের মায়াবাজার রেলগেট এবং পানাগড় বাজার রেলগেটে ২টি ওভার ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয় বলছেন, আমি বিধায়ক পদে থেকে কয়েক বার লড়াই করেছি। তৃণমূলের লোকেরা নাটক করতে এসেছেন। আমি পিছিয়ে আসেনি। আমি বিধানসভায় বলেছিলাম। কিন্তু, কেন্দ্র বুঝেছে রাজ্য়ের টাকার অপেক্ষায় থাকলে হবে না। অবশেষে হয়েছে। প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও সাংসদকে ধন্য়বাদ জানাচ্ছি।
পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের কথায়, দুর্গাপুরের মানুষ জানেন দুর্গাপুরে বিনিয়োগ করার কথা কেন্দ্রীয় সরকারের। কেন কাজ শুরু হচ্ছে না। এইসব ম্য়াজিক করে কোনও লাভ নেই। খুঁজে পাওয়া যায় না। সাংসদের নামে পোস্টার পড়ে গিয়েছিল। রাজনীতি ছাপিয়ে কবে বাকি রেলগেটে ওভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত হবে সে দিকেই তাকিয়ে পশ্চিম বর্ধমানবাসী।