West Burdwan News: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে অশান্তি, দুর্গাপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
West Burdwan News: অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে থানা ঘেরাও করে আন্দোলন তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব।
মনোজ বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) - দুর্গাপুরে (Durgapur) সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে বিজেপি যুব মোর্চা নেতাকে (BJP Youth Leader) মারধরের (Beaten up) অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হওয়ায় পুরভোটের আগে চড়ছে উত্তেজনার পারদ। তৃণমূল নেতৃত্ব ভিত্তিহীন অভিযোগ বলে খারিজ করলেও বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মীরা গ্রেপ্তার না হলে থানা ঘেরাও করবে দল ।
দুর্গাপুর ওই বিজেপি কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগের ঘটনাকে ঘিরে উত্তপ্ত শহর দুর্গাপুরের রাজনীতির পারদ। এরই মধ্যে নেট দুনিয়ায় বিজেপি নেতাকে মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ায় উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে।অতুল বাগদি নামে ওই বিজেপি কর্মী দুর্গাপুর পূর্ব এক নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জখম ওই বিজেপি নেতাকে ছেড়ে দেওয়া হলেও গোটা ঘটনায় এখন আতঙ্কিত তাঁর পরিবারের লোকজন। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্বে। অন্যদিকে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে থানা ঘেরাও করে আন্দোলন তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন থেকে, যা চরমে পৌঁছোয় বিসর্জনের দিন। মঙ্গলবার সন্ধ্যের যে রাজনীতির পারদ চড়ে বুধবার রাতেও তা বহাল থাকে। অতুল বাগদি নামে ওই বিজেপি নেতার অভিযোগ, হঠাৎই তাঁর বেনাচিতি ট্রাঙ্ক রোডের দোকানের সামনে এসে প্রতিমা বিসর্জনের নামে ‘খেলা হবে’ গানের স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে ভোলা পাসওয়ান নামে এক তৃণমূল কর্মী ও তাঁর দলবল। এরপর আচমকাই তাঁকে বিনা প্ররোচনায় মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী প্রতিনিয়ত তাঁকে ফোনে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা।দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। স্রেফ বিজেপি করার অপরাধে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত বিজেপি নেতা অতুল বাগদির।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান তথা দলের আহ্বায়ক মৃগেন পাল। এদিকে, জেলা বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, লিখিত অভিযোগ দায়ের করার পরও যদি পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে তাহলে শহর দুর্গাপুর জুড়ে বড় ধরণের আন্দোলন সংগঠিত হবে , প্রয়োজনে থানা ঘেরাও করে দিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হবেন জেলা বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় এখন চাপা উত্তেজনা রয়েছে শহর দুর্গাপুরে।