Municipality Vote Update: বকেয়া পুরসভাগুলির ভোট কবে? আজ হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা
Kolkata High Court: এ ছাড়া, কলকাতার পুরভোট কেমন হয়েছে, তা নিয়ে আদালতে জানাতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা: পুরভোট (Municipality Vote) নিয়ে আজ হাইকোর্টে (Kolkata High Court) মামলার শুনানির সম্ভাবনা। বকেয়া পুরসভাগুলির (Municipality Election) ভোট কবে হবে, কত দফায় হবে, তা আজই জানার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, কলকাতার পুরভোট (KMC) কেমন হয়েছে, তা নিয়ে আদালতে জানাতে পারে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পুরভোট নিয়ে বিজেপি ও কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকারের (Deblina Sarkar) তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
কলকাতা পুরভোট হয়ে গিয়েছে। কলকাতার ছোট লালবাড়িতে সবুজ ঝড়। ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে কলকাতা পুরভোট (Kolkata Municipal Election 2021) করানোর দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। হাইকোর্টে মামলা দায়ের করে গেরুয়া শিবির দাবি করেছিল, যাতে কলকাতা পুরভোট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে করানো হয়। এরপর মামলার শুনানি হলে বিজেপির আবেদন খারিজ করে দেয় আদালত।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) পুরভোট (Municiplity Vote) মামলার রায়ের কথা থাকলেও তা পিছিয়ে যায়। তার আগে বিজেপির (BJP) তরফে দেওয়া লিখিত বক্তব্য গ্রহণ করেনি আদালত (Kolkata Highcourt)। নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাজ্যের (West Bengal) সব পুরভোট (Municipality Vote) কি একসঙ্গে হবে? সব পুরভোট একসঙ্গে না হলেও, ভোটের গণনা কি একসঙ্গে করা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে আজ।
কারণ আজই পুরভোট (Municipality Vote) মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt Verdict)। ইতিমধ্যেই নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে। তা আগেই জানিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Sayantan Basu Update : রাজ্য বিজেপির বড় পদ খোয়ানোর পরই সায়ন্তনের বাড়িতে হাজির তৃণমূল নেতা
আরও পড়ুন: KMC Election 2021:KMC Election 2021: কলকাতার মেয়র কে? সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবেন মমতা-অভিষেক" href="https://bengali.abplive.com/district/kmc-election-2021-who-will-become-kolkata-mayor-tmc-mamata-banerjee-abhishek-banerjee-meeting-854785" target=""> কলকাতার মেয়র কে? সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবেন মমতা-অভিষেক