![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SSC: নতুন পদ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? প্রশ্ন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের
SSC’র নিয়োগ বিতর্কের মধ্যেই গত ১৯ মে ৬ হাজার ৮৬১টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। যার মধ্যে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য তৈরি হয়েছে ১ হাজার ৬০০ পদ।
![SSC: নতুন পদ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? প্রশ্ন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের Why aren't appointments being made even after issuing government notification for new posts? Question of job seekers SSC: নতুন পদ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? প্রশ্ন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/dfdba86011373cdcc45d68f1ff230cb1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নতুন পদ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কালীঘাট থানায় (Kalighat Police Station) দেওয়া হল স্মারকলিপি।
SSC’র নিয়োগ বিতর্কের মধ্যেই গত ১৯ মে ৬ হাজার ৮৬১টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। যার মধ্যে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার জন্য তৈরি হয়েছে ১ হাজার ৬০০ পদ। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন?
এই প্রশ্ন তুললেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত শারীরশিক্ষার ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়ে আন্দোলনকারীদের ৮ প্রতিনিধি বুধবার হাজির হন কালীঘাট থানায় (Kalighat Police Station)। দেওয়া হয় স্মারকলিপি। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী।
স্মারকলিপি গ্রহণ করে কালীঘাট থানা জানিয়েছে, আন্দোলনকারীদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে, এদিন SSC অফিসে গিয়ে সংরক্ষিত নথি খতিয়ে দেখল CBI-এর তদন্তকারী দল। বুধবার বেলা ১২টা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা সল্টলেকে SSC-র অফিস আচার্য সদনে যান। CBI সূত্রে খবর, তদন্তকারী দলে দু’জন সাইবার বিশেষজ্ঞ ও ডিজিটাল ডেটা সংরক্ষণ বিশেষজ্ঞ ছিলেন।
আরও পড়ুন: Purba Medinipur: ফের তৃণমূল নেতার নিশানায় দলের একাংশ, শুরু তরজা
SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে ৮টি মামলায় CBI তদন্ত চলছে। আচার্য সদনে সংরক্ষিত নথি যাতে নষ্ট বা বিকৃত করা না হয়, তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নজরদারির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সূত্রে, SSC ভবনের কম্পিউটার যে সার্ভারের সঙ্গে যুক্ত, তা যাতে অন্য কেউ অ্যাকসেস করতে না পারে, তাই তার পাসওয়ার্ড আগেই ডিজিটালি লক করেছে CBI। একই উদ্দেশে ইনস্টল করা হয়েছে সফটওয়্যার। এদিন ঘণ্টাখানেক থেকে বিভিন্ন নথি খতিয়ে দেখেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)