![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pakistani Arrested: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত ২ পাকিস্তানি নাগরিক
Siliguri News:ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিলিগুড়ি-নেপাল সীমান্ত থেকে ছেলে-সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
![Pakistani Arrested: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত ২ পাকিস্তানি নাগরিক Woman From Pakistan Allegedly Arrested From Siliguri Nepal Border Reportedly Travelling Without Valid Visa Pakistani Arrested: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত ২ পাকিস্তানি নাগরিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/16/e3475ffa9105d9d7f393b6754041a36f1700132585178482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সনৎ ঝা, শিলিগুড়ি: ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের (Illegal Immigration Attempt) চেষ্টার অভিযোগে শিলিগুড়ি-নেপাল সীমান্ত থেকে ছেলে-সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে (2 Pakistanis Arrested From Siliguri) । প্রশাসনের দাবি, ধৃতেরা পাকিস্তানের বাসিন্দা। নেপাল থেকে হেঁটে মেচি সেতু হয়ে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার করা হয় তাঁদের। সূত্রের খবর, পানিট্যাঙ্কিতে এসএসবি তল্লাশি চালানোর সময় ধরা পড়েন তাঁরা। আদতে পাকিস্তানের করাচির বাসিন্দা ওই ২জন। আপাতত খড়িবাড়ি থানায় আনা হয়েছে পাকিস্তানের বাসিন্দা, মা ও ছেলেকে।
যা জানা গেল...
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা, তাঁর ছেলেকে নিয়ে সৌদি আরব থেকে নেপালের 'ট্যুরিস্ট ভিসা'-য় সে দেশে আসেন। তার পর, গত কাল, বুধবার, ছেলেকে নিয়েই পানিট্যাঙ্কি হয়ে ভারতের প্রবেশের চেষ্টা করেন। এসএসবির জওয়ানরা তখন তল্লাশি চালাচ্ছিলেন। তখনই পাকিস্তানের বাসিন্দা ওই মহিলার কাছ থেকে করাচির পাসপোর্ট, পরিচয়পত্র পাওয়া যায় বলে খবর। এর পর, মা-ছেলে দুজনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই মহিলা একসময়ে ভারতের নাগরিক ছিলেন। অসমে থাকতেন তিনি। পরে বিবাহসূত্রে পাকিস্তানে যান। তাঁর দাবি, কলকাতায় বেড়াতে আসছিলেন। কিন্তু ভারতে আসতে হলে যে আলাদা করে ভিসা করাতে হয় সেটা কি তিনি জানতেন না? তাঁদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে। কিন্তু সত্যিই তিনি ভিসার বিষয়টি জানতেন না, নাকি অন্য কোনও কারণ রয়েছে? সঙ্গে ১২ বছরের ছেলেকে নিয়ে সত্যিই কি কলকাতা বেড়াতে যাচ্ছিলেন? প্রশ্ন রয়েছে এই নিয়েও। সবটা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
নতুন নয়...
এ রাজ্যে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ নতুন নয়। বিশেষত, বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ প্রায়ই ওঠে। বছরদুয়েক আগে, ডিসেম্বর মাসে অনুপ্রবেশের অভিযোগেই কলকাতায় ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের থেকে জাল আধার ও ভোটার কার্ড মিলেছিল, দাবি করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, লখনউ এটিএস লালবাজারে এসে গুন্ডাদমন শাখায় জানায় মানব পাচারে অভিযুক্ত এক বাংলাদেশি কলকাতায় আত্মগোপন করে রয়েছে। এরপর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে আনন্দপুরের গুলশন কলোনি এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মানব পাচারে অভিযুক্ত মোস্ট ওয়ান্টেডকে গ্রেফতার করে লখনউ এটিএস। পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে আরও ২১ জন বাংলাদেশি ওই এলাকায় থাকছিল, যাদের কাছে বৈধ নথি নেই। এরপরই ওই ২১ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)