(Source: ECI/ABP News/ABP Majha)
World Cup 2023: আমদাবাদে ফাইনাল হলেও গোটা দেশের মতো কলকাতাও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে
জোহান্সবার্গের বদলাপুর হয়ে উঠবে আমদাবাদ? আশায় বুক বাঁধছে গোটা ভারত। পাশাপাশি এ শহরও।
আবির দত্ত এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আমদাবাদে (Ahmedabad) ফাইনাল (World Cup Final) হলেও গোটা দেশের মতো কলকাতাও (Kolkata) কাঁপছে বিশ্বকাপ (World Cup 2023)-জ্বরে। ১২ বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি বিরাট (Virat Kohli)-ব্রিগেডের সামনে। জোহান্সবার্গের বদলাপুর হয়ে উঠবে আমদাবাদ? আশায় বুক বাঁধছে গোটা ভারত। পাশাপাশি এ শহরও।
একদিকে, মেন ইন ব্লু-র সমর্থনে সেজে উঠেছে কলকাতার দক্ষিণের পাটুলি। রাস্তায় বিরাট-সামিদের বিশাল বিশাল কাট আউট। ড্রাম বাজানোর পাশাপাশি, ইন্ডিয়া ইন্ডিয়া বলে গলা ফাটাচ্ছেন ক্রিকেট-ভক্তরা।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক। বিরাট, রোহিত, সামিদের সামনে রেখে ব্যাট-বল হাতে স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম। জাতীয় পতাকা হাতে নিয়ে টিম ইন্ডিয়ার সমর্থনে বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ তারকারা।
আজ সকাল সাড়ে ১০টায় খুলবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দরজা। ভোর থেকে স্টেডিয়ামের বাইরে ক্রিকেট-প্রেমীদের লম্বা লাইন। কে আগে স্টেডিয়ামে ঢুকবেন, মাঠের বাইরে তার প্রতিযোগিতা চলছে।
এদিকে, বিশ্বকাপ ফাইনাল বলে কথা। আমদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়াম কার্যত দুর্গে পরিণত হয়েছে। স্টেডিয়ামে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস ও সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একঝাঁক ভিভিআইপি হাজির থাকবেন।
আরও পড়ুন, দুই দশক আগের হারের বদলা না ষষ্ঠ খেতাব জয়? আমদাবাদে বিশ্বখেতাব উঠবে কার হাতে?
তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম-সহ গোটা শহর। নিরাপত্তার দায়িত্বে ৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। বম্ব ডিটেকশন ও ডিসপোজালের ১০টি টিম মজুত থাকছে। স্টেডিয়ামে প্রস্তুত রাখা হবে চেতক কমান্ডোদের দুটি বিশেষ দলকে।খেলা শুরুর আগে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ এয়ার শো করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y