Jobs And Recruitments: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদই বা কত?
Bank of Baroda: bankofbaroda.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। ৬ ডিসেম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
Jobs And Recruitments: ব্যাঙ্কে উচ্চ পদে চাকরি করতে ইচ্ছুক? ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) রয়েছে সুযোগ। সিনিয়র ম্যানেজারের (Senior Manager) পদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক। ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা। bankofbaroda.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। ৬ ডিসেম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের মধ্যে যোগ্যদের বেছে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে একটি অনলাইন পরীক্ষা, সাইক্রোমেট্রিক পরীক্ষা অথবা এমন কোনও পরীক্ষা যুক্ত থাকতে পারে যা পরবর্তী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে উপযুক্ত বলে বিবেচনা করা হবে। এছাড়াও থাকবে গ্রুপ ডিসকাশন/ইন্টারভিউ রাউন্ড। এই পর্যায়ে প্রার্থীরা পৌঁছতে পারবেন অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে। অনলাইন টেস্টে ১৫০টি প্রশ্ন থাকবে। সর্বোচ্চ নম্বর ২২৫। মোট ১৫০ মিনিটের অর্থাৎ ২ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা হবে।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফি ফেরতযোগ্য নয় অর্থাৎ রিফান্ডেবল নয়। অনলাইন পরীক্ষা হোক বা না হোক, প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হোক বা না হোক, আবেদন করলে বাধ্যতামূলক ভাবে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- শিক্ষানবিশ পদে নিয়োগ রেলে, শূন্যপদ কত? কারা আবেদন জানাতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI