হাওয়াই চপ্পলের নিচে অমিত শাহ ও মোদি! কুরুচিকর দেওয়াল লিখনের অভিযোগ তুলে কমিশনে বিজেপি
Durgapur: দুর্গাপুরে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশ তথা পশ্চিমবঙ্গের রাজনীতি। বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে আক্রমণ করছে রাজনৈতিক দলগুলি। ব্যক্তিগত আক্রমণও চলছে অবলীলায়। এবার দুর্গাপুরে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) বিরুদ্ধে নির্বাচন কমিশনের (EC) দ্বারস্থ হল বিজেপি (BJP) নেতৃত্ব।
দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের এ-জোনের চার নম্বর স্ট্রিটের বাড়ির দেওয়ালে একটি ছবি আঁকা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাওয়াই চপ্পলের ভয়ে পালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বাঁচার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি। পাশে লেখা রয়েছে, "তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, আমার দলের একলা দুর্গা পঁয়ষট্টির নারী।" বিষয়টি দেখতে পেয়েই দেশের সংবিধানকে না মানার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম অপমান করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি।
আরও পড়ুন: "চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়," কোচবিহারের সভা থেকে বিজেপিকে তোপ মমতার
বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার মুখপাত্র জিতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ,"মুখ্যমন্ত্রীর নীল সাদা হাওয়াই চপ্পলের নিচে ব্যঙ্গচিত্র করা হয়েছে। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এইরকম কুরুচিকর চিত্র অশোভনীয় এবং নিন্দনীয়।" এই বিষয়টিকে কেন্দ্র করে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রার্থী পদ বাতিল করা হোক বলে দাবিও তুলেছেন জিতেনবাবু সহ অন্য বিজেপি নেতারা।
পাল্টা এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি রাজীব ঘোষের দাবি,"পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য দেওয়ালের ব্যঙ্গচিত্র। নির্বাচনের প্রাক্কালে সমস্ত দলই এরকম ব্যঙ্গচিত্র করে থাকে। সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়। সেখানে কারও ছবিও দেওয়া থাকে না। বিজেপি যদি মনে করে কুরুচিকর তাহলে আমাদের কিছু করার নেই। দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্তে ওরাও মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর লেখা এবং ব্যঙ্গচিত্র করেছে বলেও অভিযোগ।" তবে ওরা এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করতেই পারে বলেও কটাক্ষ করেন রাজীববাবু। বিজেপির অভিযোগ পেয়ে কমিশন কী করে সেটাই এখন দেখার!
আরও পড়ুন: Election 2024:সবুজ হোক বা গেরুয়া, জনসংযোগে চায়ের আড্ডায় ভরসা সব তরফের! বাদ নন অরূপ চক্রবর্তীও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI