CBSE 10th Result 2022: আজ দুপুরে সিবিএসই দশমের ফল, প্রকাশিত হবে না মেধাতালিকা
CBSE 10th Result 2022 Update: এদিন দুপুর ২টোয় ফল প্রকাশ হবে বলে সূত্রের খবর। একইসঙ্গে জানানো হয়েছে, চলতি বছর কোনও মেধাতালিকা প্রকাশ করবে না বোর্ড।
নয়াদিল্লি: আজই প্রকাশিত হবে সিবিএসই দশমের (CBSE 10th Result) ফল। এদিন দুপুর ২টোয় ফল প্রকাশ হবে বলে সূত্রের খবর। একইসঙ্গে জানানো হয়েছে, চলতি বছর কোনও মেধাতালিকা প্রকাশ করবে না বোর্ড (CBSE)। অর্থাৎ, পরীক্ষায় স্থানাধিকারীদের নাম জানা যাবে না।
আজই সিবিএসই দশমের ফল প্রকাশ: সিবিএসই-র (Central Board Of Secondary Education) দশম শ্রেণির পরীক্ষা হয় ২৬ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত। সিবিএসই দশম (CBSE 10th) এবং দ্বাদশ (CBSE 12th) মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ লক্ষের বেশি। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board Of Secondary Education) সূত্রে খবর, সিবিএসই দ্বাদশের মতোই এবছর দশমের ক্ষেত্রেও মেধাতালিকা প্রকাশ করা হবে না। এদিকে আজই প্রকাশিত হল CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। ৯২ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯৫ শতাংশের বেশি পেয়েছেন ৩৩ হাজার পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার পরীক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি।
কীভাবে দেখবেন ফল?
- পড়ুয়ারা সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbseresults.nic.in -এ ফলাফল জানতে পারবেন।
- এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। সিবিএসই সার্ভিসেসের আওতায় ডিজিলকারে ফলাফল দেওয়া থাকবে।
- ডিজিলকার মোবাইল অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবে।
- এছাড়াও ফল জানা যাবে উমঙ্গ অ্যাপে।
অন্যদিকে, CBSE 12 -এর ফলে দেখা যাচ্ছে, ৩০-৭০ ওয়েটেজের ফর্মুলায় এই বছর ফাইনাল রেজাল্ট প্রস্তুত হয়েছে। থিয়োরি পেপারের ক্ষেত্রে টার্ম ১-এর পেপারে ৩০ শতাংশ ওয়েটেজ এবং টার্ম ২ পেপারে ৭০ শতাংশ ওয়েটেজ দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রে ৫০-৫০ ওয়েটেজ ফর্মুলা ব্য়বহার হয়েছে।
আরও পড়ুন: CBSE 12th Result 2022: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ
Education Loan Information:
Calculate Education Loan EMI