CBSE Board Result 2023: জাল নোটিশ ! আগামীকাল বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করবে সিবিএসই? কী রয়েছে অফিসিয়াল আপডেট
CBSE Board 10, 12th Result 2023: পড়ুয়ারা সাবধান ! সিবিএসই দশম, দ্বাদশের ফলপ্রকাশ ঘিরেও এবার বিভ্রান্তি !
CBSE Board 10, 12th Result 2023: পড়ুয়ারা সাবধান ! সিবিএসই দশম, দ্বাদশের ফলপ্রকাশ ঘিরেও এবার বিভ্রান্তি ! CBSE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু লেখা না হলেও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটা মেসেজ। যেখানে বলা হচ্ছে, ১১ মে প্রকাশিত হবে সিবিএসই দশম, দ্বাদশের ফল। যা নিয়ে এবার বিবৃতি দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
Education News: প্রতি বছরই লক্ষ লক্ষ ছাত্র CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসে। এ বছরও লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। যারা পরীক্ষা শেষ হওয়ার পর থেকে অধীর আগ্রহে ফলের জন্য অপেক্ষা করছে। নিয়ম অনুসারে একবার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা রেজাল্ট CBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে।
CBSE Board Result 2023: কী নিয়ে বিভ্রান্তি ?
সম্প্রতি সিবিএসই দশম, দ্বাদশের ফলপ্রকাশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও কিছু রিপোর্টে একটি ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, সিবিএসই বোর্ড আগামীকাল দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করবে। তবে অফিসিয়াল সাইটে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। একই সময়ে, এবিপি লাইভের টিম বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
CBSE Board 10, 12th Result 2023: ফলাফলের অপেক্ষায় অনেক শিক্ষার্থী
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণির পরীক্ষার জন্য 21.8 লক্ষ শিক্ষার্থী রেজিস্ট্রশন করেছিল। যার মধ্যে 9.39 লক্ষ ছাত্রী ও 12.4 লক্ষ ছাত্র রয়েছে। একই সময়ে দ্বাদশ শ্রেণির প্রায় 16.9 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় রেজিস্ট্রশন করেছে। যার মধ্যে 7.4 লক্ষ ছাত্রী ও 9.51 লক্ষ ছাত্রী রয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের ফলের জন্য আরও অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের ভুয়ো বার্তায় না পড়ার পরামর্শ দেওয়া দিয়েছে বোর্ড।
আপনি এই ওয়েবসাইটগুলিতে ফলাফল দেখতে পারেন
cbseresults.nic.in
results.cbse.nic.in
cbse.nic.in
cbse.gov.in
আপনি কীভাবে ফলাফল পরীক্ষা করতে পারেন?
1: শিক্ষার্থীরা ফলাফল দেখতে CBSE বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এ যান।
2: এর পরে এখানে 10th/12th পরীক্ষার ফলাফলে ক্লিক করুন
3: তারপর এখানে আপনার রোল নম্বর লিখুন
4: এখন স্ক্রিনে শিক্ষার্থীর ফলাফল দেখ যাবে
5: শিক্ষার্থীর ফলাফল দেখার শেষে, স্ক্রিন থেকে একটি প্রিন্ট আউট নিতে ভুলবেন না
শোনা যাচ্ছে, শীঘ্রই সিবিএসই দশম , দ্বাদশের পরীক্ষার ফল ঘোষণা করতে পারে।
আরও পড়ুন : Aadhaar Fraud: আধার নম্বর জানলেই হ্যাক হতে পারে আপনার অ্যাকাউন্ট ?
Education Loan Information:
Calculate Education Loan EMI