CBSE Results 2024: ভোটের জন্য পিছোবে সিবিএসই বোর্ডের রেজাল্ট ? মে মাসেই ফলপ্রকাশ ?
CBSE Results 2024 Dates: সিবিএসই বোর্ড ১০ম ও ১২শ শ্রেণীর ফলাফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করতে পারে। গত বছরের মতো, একই দিনে ফলাফল প্রকাশ হতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে।
![CBSE Results 2024: ভোটের জন্য পিছোবে সিবিএসই বোর্ডের রেজাল্ট ? মে মাসেই ফলপ্রকাশ ? CBSE Results 2024 Dates For Class 10 And 12 First Week Of May Amid Elections CBSE Results 2024: ভোটের জন্য পিছোবে সিবিএসই বোর্ডের রেজাল্ট ? মে মাসেই ফলপ্রকাশ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/789addda566b5f9318627e5b2ba602101713178813786928_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CBSE Results 2024 Class 10 And 12: ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হয়েছিল সিবিএসই-র বোর্ড পরীক্ষা। এবার রেজাল্টের সময় আসন্ন। ইতিমধ্যেই সারা দেশে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোট। শেষ দফার ভোট জুন মাসে। এর মধ্যেই সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশ হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।
একই দিনে রেজাল্ট না আলাদা দিনে ?
কোভিডের আগে পর্যন্ত আলাদা আলাদা দিনে রেজাল্ট প্রকাশ করত সিবিএসই। একদিন ক্লাস টেন ও অন্যদিন ক্লাস টুয়েলভের রেজাল্ট বেরোত। তবে কোভিডের পর থেকে রেজাল্ট সাধারণত একই দিনে প্রকাশ করা হয়। একই দিনে কাজ সারার জন্য কয়েক ঘন্টার তফাতে রেজাল্ট প্রকাশ করা শুরু করে বোর্ড। ওই কয়েক ঘন্টা রেজাল্টের যাবতীয় প্রক্রিয়াগুলি শেষ করার জন্য সময় পায় স্কুলগুলি।
মে মাসের প্রথমেই কি রেজাল্ট ?
একাধিক সূত্রের খবরমাফিক, সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে। তবে দ্বিতীয় সপ্তাহেও রেজাল্ট প্রকাশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ চলতি বছর গোটা মে মাস জুড়েই ভোট রয়েছে। মোট সাত দফা ভোটের মধ্যে চার দফার ভোট মে মাসেই পড়েছে। তাই রেজাল্টের তারিখ পিছোনোর সম্ভাবনা থাকলেও থাকতে পারে।
কম্পার্টমেন্ট রেজাল্ট কবে
গত কয়েক বছরের রীতি অনুযায়ী, কম্পার্টমেন্ট রেজাল্ট প্রকাশ করা হয় প্রতি বছর অগস্ট মাসে। চলতি বছরেও ক্লাস টেন ও টুয়েলভের জন্য অগস্ট মাসেই রেজাল্ট প্রকাশ করা হবে বলে খবর। তবে কত তারিখ তা এখনও বিশদে জানায়নি সিবিএসই বোর্ড।
রেজাল্ট দেখার সাইট ও প্রয়োজনীয় তথ্য
রেজাল্ট প্রতি বছরের মতোই দুটো সাইটে প্রকাশিত হবে। দুটোই সিবিএসই-এর সাইট কিন্তু একটির লিঙ্কে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারের (nic) উল্লেখ রয়েছে। রেজাল্ট দেখার জন্য একজন প্রার্থীকে নির্দিষ্ট সাইটে গিয়ে অ্যাডমিট কার্ড রোল নম্বর, জন্ম তারিখ, সেন্টারের নাম, স্কুলের নাম ইত্যাদি জমা দিতে হবে। এছাড়াও, বোর্ডের রেজাল্ট এসএমএস, কল বা আইভিআরএস, উমাং অ্যাপ বা ডিজিলকারেও দেখা যাবে।
ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - NEET UG 2024 Registration: NEET UG ২০২৪-এর জন্য আবেদনের সময় বাড়ল দু’দিন, কবে বন্ধ হবে রেজিস্ট্রেশন উইন্ডো ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)