ECIL Jobs 2022: লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করছে ইসিএল, এঁরা করতে পারবেন আবেদন
ECIL Jobs 2022: ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ECIL) লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
ECIL Jobs 2022: ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ECIL) লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট ecil.co.in-এ গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ 25 জুন 2022 রাখা হয়েছে।
ECIL Jobs 2022: এখানে শূন্যপদের বিবরণ দেওয়া হল
এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় লোয়ার ডিভিশন ক্লার্কের 11টি পদ পূরণ করা হবে। সাধারণের জন্য রয়েছে 5 টি পদ, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য 1 টি , ওবিসির জন্য 4 টি পদ ও এসসিদের জন্য 1 টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
ECIL Jobs 2022: এখানে আবেদন করুন
ইসিআইএল-এর এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স 28 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী, বয়সসীমায় ছাড় দেওয়া হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক হতে হবে। এছাড়াও, প্রার্থীর প্রতি মিনিটে 40 শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
ECIL Jobs 2022: নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের অধীনে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে।
ECIL Jobs 2022: বেতন কাঠামো
এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 20 হাজার 480 টাকা বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।
ECIL Jobs 2022: আবেদনের ফি
এই যোগদানের জন্য সাধারণ, অর্থনৈতিকভাবে দুর্বল ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 500 টাকা।
আরও পড়ুন : EPFO: সুখবর ! এই দিনে অ্যাকাউন্টে আসবে PF-এর সুদ, দ্রুত ব্যালেন্স চেক করুন
Education Loan Information:
Calculate Education Loan EMI