(Source: ECI/ABP News/ABP Majha)
EPFO: সুখবর ! এই দিনে অ্যাকাউন্টে আসবে PF-এর সুদ, দ্রুত ব্যালেন্স চেক করুন
PF Account Balance: পিএফ অ্যাকাউন্টে সুদের অপেক্ষা করলে আপনার জন্য রয়েছে সুখবর। শীঘ্রই সুদের পরিমাণ আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারে সরকার।
PF Account Balance: পিএফ অ্যাকাউন্টে সুদের অপেক্ষা করলে আপনার জন্য রয়েছে সুখবর। শীঘ্রই সুদের পরিমাণ আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারে সরকার। কেন্দ্রীয় সরকার 2021-22-এর জন্য সুদের হার (ইপিএফ সুদের হার) 8.1 শতাংশ নির্ধারণ করেছে। সেই অনুযায়ী 6 কোটি অ্যাকাউন্টহোল্ডারের ঘরে স্থানান্তর করা হবে টাকা।
EPFO Update: সুদের টাকা শীঘ্রই আসতে পারে
কেন্দ্রীয় সরকার শীঘ্রই জুন মাসে আপনার অ্যাকাউন্টে সুদের টাকা পাঠাতে পারে। তার আগে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে নিন।
PF Account Balance: এসএমএস-এর মাধ্যমে করতে পারবেন ব্যালেন্স চেক
আপনি যদি এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান, তাহলে এর জন্য আপনাকে 7738299899 নম্বরে EPFOHO UAN ENG- এ লিখে পাঠাতে হবে। সেই ক্ষেত্রে শেষ 3টি অক্ষর ভাষা অনুযায়ী লিখতে হবে। যদি আপনি হিন্দিতে তথ্য চান, তাহলে আপনি EPFOHO UAN HIN লিখে পাঠাতে পারেন। ইউএএন-এ রেজিস্টার্ড নম্বর থেকে আপনাকে এটি এসএমএস করতে হবে। এর পরেই আপনি ব্যালেন্স কত আছে তা জানতে পারবেন। বার্তা পাবেন। আপনি ইংরেজি, পাঞ্জাবি, মরাঠি, হিন্দি, কন্নড়, তেলগু, তামিল, মালায়ালাম ও বাংলায় এই সুবিধা পাবেন।
EPFO Update: মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক করুন
আপনি যদি মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান, তাহলে এর জন্য আপনাকে ইপিএফও-তে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406-এ মাত্র একটি মিসড কল দিতে হবে। এই ব্যালেন্সের পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে। এই বার্তাটি AM-EPFOHO থেকে আপনার কাছে আসবে।
PF Account Balance: আপনি উমং অ্যাপ দিয়েও ব্যালেন্স চেক করতে পারেন
এর বাইরে আপনি UMANG অ্যাপের মাধ্যমে আপনার PF অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কত সুদ পাঠানো হয়েছে তাও জানতে পারেন। প্রথমে আপনাকে আপনার ফোনে UMANG অ্যাপটি ইনস্টল করতে হবে। এর পরে প্রথমে মেম্বারের উপর ক্লিক করুন ও তারপরে ইউএএন নম্বর ও পাসওয়ার্ড লিখুন।
EPFO Update: আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ব্যালেন্স চেক করতে পারেন
এ ছাড়াও আপনি ইপিএফের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্সও পরীক্ষা করতে পারেন। এরজন্য ওয়েবসাইটের উপরের ডান পাশে ই-পাসবুকের লিঙ্ক পাবেন। এখন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারকে UAN নম্বর ও তার পাসওয়ার্ড দিতে হবে। এর পরে ওয়েবসাইটে ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দেওয়ার পরে ভিউ পাসবুকে ক্লিক করুন ও আপনি ব্যালেন্স জানতে পারবেন।
আরও পড়ুন : Labor Law: ১২ ঘণ্টা চাকরি থেকে সপ্তাহে ৪ দিন কাজ ! ১ জুলাই থেকে নতুন নিয়ম ?