Haldia Petrochemicals Limited Jobs: হলদিয়া পেট্রোকেমিক্যালে চাকরির বিজ্ঞপ্তি, জেনে নিন কীভাবে করবেন আবেদন ?
Haldia Petrochemicals Limited Jobs: এই পদগুলিতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়সসীমা অভিজ্ঞতার সার্টিফিকেট-সহ অনলাইনে চাকরির জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
Haldia Petrochemicals Limited Recruitment: রাজ্যে হলদিয়া পেট্রোকেমিক্যালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছাড়াও আরও পদে হবে নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।
Haldia Petrochemicals Limited Jobs: কোন কোন পদে নিয়োগ
অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স ও অ্যাকাউন্টস)
সিনিয়র ম্যানেজার/ চিফ ম্যানেজার (ফায়ার সার্ভিসেস)
ডেপুটি ম্যানেজার/ ম্যানেজার (পলিমার র-মেটিরিয়াল সেলস)
অফিসার(ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্ট্র্যাটেজিক প্ল্যানিং)
Haldia Petrochemicals Limited Jobs: শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীকে (ফায়ার, পলিমার, কেমিক্যাল, ফিন্যান্স) পদে আবেদনের জন্য CA,BE/B.Tech/MBA উত্তীর্ণ হতে হবে। বাকি নির্দিষ্ট পদে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাকে অগ্রাধিকারর দেবে কর্তৃপক্ষ।
Haldia Petrochemicals Limited Recruitment: কীভাবে করবেন আবেদন ?
এই পদগুলিতে ইচ্ছুক আবেদনকারীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়সসীমা অভিজ্ঞতার সার্টিফিকেট-সহ অনলাইনে চাকরির জন্যhttps://www.haldiapetrochemicals.com-এ আবেদন করতে হবে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এই পদগুলির জন্য চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। তবে সবকিছুর আগে অফিশিয়াল ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নেওয়া উচিত আবেদনকারীদের।
Official website of Haldia Petrochemicals Limited — https://www.haldiapetrochemicals.com
Education Loan Information:
Calculate Education Loan EMI