(Source: ECI/ABP News/ABP Majha)
HS Exam Preparation 2022: শেষ মুহূর্তের প্রস্তুতি, উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষার আগে নজরে থাকুক লাস্টমিনিট টিপস
Higher Secondary Exam 2022: ছোট প্রশ্নে নম্বর তোলার জন্য খুঁটিয়ে বই বা টেক্সট পড়ার কোনও বিকল্প নেই। শেষ মুহূর্তের টিপস দিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ভূগোল শিক্ষক সৌভিক ঘোষ।
বিষয়: ভূগোল
শিক্ষক: সৌভিক ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
কলকাতা: আর কদিন পরেই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। কোভিড আবহে অনেকক্ষেত্রেই পড়াশোনার ক্ষতি হয়েছে। সব পড়ুয়া সমানভাবে পড়া বোঝার সুযোগ পায়নি। তারমধ্য়েই প্রস্তুতি নিয়ে যাঁরা পরীক্ষায় বসছে, তাঁদের প্রতি আমার অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। যে কোনও পরীক্ষার আগেই চিন্তা ও উদ্বেগ হওয়া স্বাভাবিক। কিন্তু সেটা যেন কখনও মাত্রা না ছাড়ায়। এতদিন যা পড়াশোনা হয়েছে, তার ভিত্তিতেই ভাল পরীক্ষা হবে। তবে ভূগোল পরীক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
সেগুলি কী কী:
১. আগেই প্র্যাকটিকাল পরীক্ষা হয়ে গিয়েছে। সেটি যেমনই হয়ে থাক তার প্রভাব যেন থিয়োরি পরীক্ষায় না পড়ে।
২. থিয়োরি পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই ছোট প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া উচিত।
৩. কোনও প্রশ্নের উত্তর মনে না এলে, সেটি এড়িয়ে পরের প্রশ্নে চলে যেতে হবে যাতে সময় নষ্ট না হয়।
৪. বড় প্রশ্নের ক্ষেত্রে প্রয়োজন হলে আঁকা যেতে পারে, তবে আঁকা যেন স্পষ্ট হয়। অপ্রয়োজনে আঁকতে গিয়ে সময় নষ্ট করা উচিত নয়।
৫. ভূগোল পরীক্ষার খাতা অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে।
৬. তাড়াহুড়োর মধ্যে উত্তর লেখার সময় প্রশ্নের ঠিক দাগ নম্বর দিতে যেন ভুল না হয়।
৭. পরীক্ষার শেষ ৫ থেকে ১০ মিনিট বাঁচিয়ে, সেই সময়টা উত্তরপত্র একবার রিভিশন দিতে হবে।
৮. এতদিন যে যা বই না নোটস পড়ে প্রস্তুতি চলেছে, পরীক্ষার আগে সেগুলি পরলেই হবে। খুব প্রয়োজন না হলে হঠাৎ করে নতুন বই বা নতুন নোটস পড়ার প্রয়োজন নেই।
২০২২ উচ্চমাধ্যমিকে ভূগোল সিলেবাস কী, তা এক নজরে দেখে নেওয়া যাক:
ক. প্রাকৃতিক ভূগোল:
১. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া--বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ
২. মৃত্তিকা
৩. বায়ুমন্ডল--বায়ুমন্ডলীয় গোলযোগ ও জয়বায়ু পরিবর্তন।
খ. অর্থনৈতিক ভূগোল:
১. প্রাথমিক কার্যাবলী
২. মাধ্যমিক কার্যাবলী
৩. জনসংখ্য়া
৪. জনবসতি
কোথায় কত নম্বর:
১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৩০ নম্বর প্র্যাকটিকাল পরীক্ষা। বাকি ৭০ নম্বর থিয়োরি পরীক্ষা। থিয়োরি পরীক্ষায় ছোট প্রশ্নের উত্তর থেকে নম্বর তোলার সুযোগ রয়েছে। MCQ থাকবে ২১ নম্বরের। শর্ট অ্য়ানসার টাইপ প্রশ্ন থাকবে ১৪ নম্বরের। এই দুটি ক্ষেত্রেই সবকটি ১ নম্বরের প্রশ্ন। অর্থাৎ ৭০-এর মধ্যে মোট ৩৫ নম্বরই ছোট প্রশ্ন। বাকি ৩৫ নম্বর প্রশ্ন ৫x৭ এই ফরম্যাটে থাকে। যদিও সেখানেও একসঙ্গে সাত নম্বরের প্রশ্ন খুব কমই থাকে। অধিকাংশ ক্ষেত্রেই ২ বা ৩ নম্বরের প্রশ্নে ভাগ করা থাকে। ফলে সেখানেও নম্বর ওঠার সম্ভাবনা থাকে।
পরীক্ষার আগে পুরো বই পড়া সম্ভব নয়, সিলেবাসের কোন কোন অংশে রিভিশন দেওয়া যেতে পারে, কী কী ধরনের প্রশ্নের প্রস্তুতির ক্ষেত্রে জোর দেওয়া যেতে পারে রইল তারই এক ঝলক।
নজরে থাকুক:
১. বিভিন্ন ধরনের প্রস্রবণের সচিত্র বিবরণ দাও। (৫)
২. কার্স্ট অঞ্চলে প্রাপ্ত ক্ষয়জনিত ভূমিরূপগুলির সংক্ষেপে সচিত্র বিবরণ দাও। (৫)
৩. সংক্ষেপে ভৌমজলের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির সম্পর্কে আলোচনা কর। (৭)
৪. অবরোহন ও আরোহন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ, অ্য়াকুইফার কাকে বলে? গিজার কী? (৩+২+২)
৫. পাম্পের সাহায্য ছাড়াই আর্টেজীয় কূপ থেকে জল উঠে আসে কেন? পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝ? ক্ষয়ীভবন বলতে কী বোঝ? (৩+২+২)
৬. মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের প্রভাব আলোচনা কর। একটি আদর্শ মৃত্তিকার পরিলেখের বিভিন্ন স্তরগুলি ব্যাখা কর। (৪+৩)
৭. মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা কর। পেডোক্যাল ও পেডালফার মাটির মধ্যে পার্থক্য কী? ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য গুলি কী কী? (৩+২+২)
৮. USDA কৃত মৃত্তিকা শ্রেণিবিভাগটি ব্যাখা কর। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা কর। (৩+৪)
৯. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন আলোচনা কর। জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? (৫+২)
১০. বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনে এল নিনোর প্রভাব আলোচনা কর। হ্যাডলি কোষ কী? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? (৩+২+২)
১১. মেসোফাইট কী? Exsitu এবং Insitu জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে পার্থক্য কী? ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? (২+৩+২)
১২. বন্য রাবার উৎপাদনে ব্রাজিলের সমস্যাগুলি কী কী? আখ চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে ব্যাখা কর। (৪+৩)
১৩. শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। পশ্চিম ভারতে অধিক পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কেন? আইসোটিম কী? (৩+৩+১)
১৪. কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ শিল্পে উন্নত কেন? ভারতে কার্পাসবয়ন শিল্পের বিকেন্দ্রীকরণের কারণগুলি কী কী? অনুসারী শিল্প কাকে বলে? (৩+৩+১)
১৫. বাণিজ্যিক বাগান কৃষি বলতে কী বোঝ? SAIL কী? শস্য-সমন্বয় বলতে কী বোঝ? (৩+২+২)
১৬. জনসংখ্যা পিরামিড বলতে কী বোঝ? পরিব্রাজন কাকে বলে? ভারতে নগরায়ণের সমস্যা কী কী? (২+২+৩)
১৭. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা কর। শুষ্ক বিন্দু জনবসতি কাকে বলে? (৫+২)
১৮. গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য নিরূপণ কর। ভারতে নগরায়ণের সমস্যাগুলি কী কী? কার্যবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ কর। (২+৩+২)
(লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। এরই সঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা)
Education Loan Information:
Calculate Education Loan EMI