IBPS SO Hall Ticket: আইবিপিএস এসও পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে, জেনে নিন নিয়ম-কানুন
IBPS SO 2022: আগামী ৩১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় ১২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২ ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। মোট তিনটে ভাগে পরীক্ষা হবে।
IBPS SO 2022: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলিকেশন অর্থাৎ আইবিপিএস (IBPS) কর্তৃপক্ষ তাদের Specialist Officers (CRP SPL-XII) prelim exam 2022- এর অ্যাডমিট কার্ড রিলিজ করেছে। পরীক্ষার্থীরা www.ibps.in- এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়ে তাদের আইপিবিএস এসও পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর এই পরীক্ষা হবে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় ১২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২ ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। মোট তিনটে ভাগে পরীক্ষা হবে। সেখানে থাকবে ইংরেজি ভাষা, রিজনিং এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা। এই সাধারণ জ্ঞানের বিভাগে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রশ্ন থাকবে।
IBPS SO Hall Ticket 2022- কীভাবে ডাউনলোড করবেন?
আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in- এ যেতে হবে। হোমপেজেই থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন। এখানে ডাউনলোড মেন অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করলে CRP-SPL-XII- এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইউজাররা। নিজেদের লগ-ইন তথ্য দিয়ে এই লিঙ্কে লগইন করা যাবে। তারপরেই স্ক্রিনে ভেসে উঠবে IBPS SO প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। তার সঙ্গে একটি প্রিন্ট আউটও রেখে দিতে পারেন ভবিষ্যতের প্রয়োজনের জন্য।
JEE Main 2023: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা পিছনোর দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। JEE Main 2023- এর সেশন ১- এর পরীক্ষা পিছনোর দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। জানুয়ারি মাসে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি JEE Main 2023- এর সেশন ১- এর পরীক্ষার জন্য ডেটা শিট রিলিজ করেছে। সেখানে বলা হয়েছে আগামী ২৪ জানুয়ারি এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বোর্ড পরীক্ষার মাত্র ১৫ দিন আগে নির্ধারিত হয়েছে। আর সেই জন্যই তা পিছনোর দাবি তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আর প্র্যাকটিকাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসে। দুটো পরীক্ষার মধ্যে খুবই কম ব্যবধান থাকার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা পিছনোর কথা বলেছেন। postponeJEEMains- এই হ্যাশট্যাগ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। যেসব পড়ুয়া সিবিএসই (দ্বাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষা এবং JEE Main 2023 সেশন ওয়ান দেবেন, তাঁদের অনেকেই নিজেদের দাবি সোশ্যাল মিডিয়ায় পেশ করে শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)- কে ট্যাগও করেছেন।
আরও পড়ুন- রেল দিচ্ছে দারুণ সুযোগ, দশম উত্তীর্ণরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI