Indian Navy: ভারতীয় নৌসেনায় হতে চলেছে নিয়োগ, শুরু রেজিস্ট্রেশন, INCET পরীক্ষা দিতে চাইলে আজই আবেদন করুন
Job News: অনলাইনে একটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে। সেখানে মাটিপল চয়েজের প্রশ্ন থাকবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এর পাশাপাশি জেনারেল ইংরেজি ভাষারও পরীক্ষা হবে।

Indian Navy: ভারতীয় নৌসেনাবাহিনী রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে INCET 2025- এর জন্য। ৫ জুলাই থেকে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যাঁরা ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রাস টেস্ট ২০২৫- এর জন্য প্রস্তুতি নিয়েছেন তাঁরা রেজিস্ট্রেশন করতে পারে। ভারতীয় নৌসেনার joinindiannavy.gov.in - এই ওয়েবসাইটে পাওয়া যাবে রেজিস্ট্রেশনের লিঙ্ক। এই নিয়োগের মাধ্যমে ৮৮২টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই। কারা আবেদন করতে পারবেন তার বিশদ বিবরণ দেওয়া রয়েছে নোটিফিকেশনে।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
অনলাইনে একটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে। সেখানে মাটিপল চয়েজের প্রশ্ন থাকবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এর পাশাপাশি জেনারেল ইংরেজি ভাষারও পরীক্ষা হবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে এই অনলাইন পরীক্ষায়। আর পরীক্ষার সময় ৯০ মিনিট, অর্থাৎ দেড় ঘণ্টা। সমস্ত শর্টলিস্ট হওয়া এবং যোগ্য আবেদনকারী প্রার্থীদের এই পরীক্ষা দিতে হবে।
পরীক্ষার ফি কোন শ্রেণির আবেদনকারীর জন্য কত টাকা ধার্য করা হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং মহিলাদের কোনও প্রকার এক্সামিনেশন ফি দিতে হবে না। বাকিদের ২৯৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। এর সঙ্গে থাকবে প্রযোজ্য ট্যাক্স এবং চার্ক। অনলাইনেই টাকা জমা দিতে হবে। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন Visa/ Master/ RuPay Credit/ Debit Card/ UPI - এইসব মাধ্যম।
ব্যাঙ্ক অফ বরোদায় নিযুক্ত হতে চলেছে লোকাল অফিসার
ব্যাঙ্ক অফ বরোদা (bank of Baroda) লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগ করতে চলেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের। এই নিয়োগের মাধ্যমে প্রায় ২৫০০ শূন্যপদ পূরণ হবে। আবেদন করার শেষ তারিখ ২৪ জুলাই। bankofbaroda.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইন্সটিটিউট থেকে এই ডিগ্রি পেতে হবে। বাকি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















