JEE Advanced 2023: আজই প্রকাশিত হবে JEE Advanced- এর Answer Key, কোথায় দেখবেন?
JEE Advanced 2023: আইআইটি গুয়াহাটির পক্ষ থেকে এদিন সকালেই প্রকাশ করা হবে বলে খবর।
নয়াদিল্লি: আজই প্রকাশিত হবে JEE Advanced- এর Answer Key। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গুয়াহাটি (IIT Guwahati) পক্ষ থেকে এদিন সকালেই প্রকাশ করা হবে বলে খবর। jeeadv.ac.in. এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এই অ্যান্সার কি।
কীভাবে করবেন ডাউনলোড?
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in- এ যেতে হবে
- ওয়েবসাইটে অ্যান্সার কি-এর দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে
- পিডিএফ ফরম্যাটে আলাদা একটা পেজে খোলা যাবে অ্যান্সার কি
- সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে
এন্ট্রান্স পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছিল তার সঠিক উত্তর থাকবে এই অ্যান্সার কি-তে। ইতিমধ্যেই এই পরীক্ষার রেসপন্স শিট প্রকাশিত হয়েছে। গত ৯ জুন প্রকাশ করা হয়েছে ওই শিট। ওই রেসপন্স শিট এবং অ্যান্সার কি মিলিয়ে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর গণনা করতে পারবেন। অ্যান্সার কি সংক্রান্ত কোনও মন্তব্য, অভিযোগ, প্রতিক্রিয়া থাকলে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত, সংশ্লিষ্ট বিষয়ে জানানো যাবে। চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশ করা হবে ১৮ জুন সকাল ১০টায়। ওই একইদিনে ফল প্রকাশ হবে। ১৯ জুন বিকেল ৫টা থেকে কোথায় কত সংখ্যক আসন বরাদ্দ রয়েছে তা জানা যাবে।
বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে কিংবা গবেষণার ইচ্ছে থাকলে প্রস্তুতি শুরু করতে হয় আগে থেকেই। পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক। তারই মধ্যে অন্যতম IELTS. ইংরেজি ভাষার উপর দক্ষতা কতটা রয়েছে তা বোঝার জন্য়ই IELTS পরীক্ষা নেওয়া হয়। এর পুরো নাম International English Language Testing System. সারা বিশ্বেই ইংরেজি ভাষার উপর দক্ষতার মাত্রা (English language proficiency) কতটা তার পরীক্ষা হিসেবে এটি নেওয়া হয়ে থাকে। চারটি বিষয় দেখা হয় এই পরীক্ষায়। শোনার দক্ষতা (Listening), পড়ার দক্ষতা (Reading), লেখার দক্ষতা (Writing), বলার দক্ষতা (Speaking)।
বিদেশে পড়াশোনা, চাকরির জন্য এই পরীক্ষায় নির্দিষ্ট স্কোর রাখা বাধ্যতামূলত। মূলত ৯টি ব্যান্ডে বিভক্ত এর স্কোরিং সিস্টেম। সবচেয়ে নীচে রয়েছ ব্যান্ড ১ (Band 1), সবচেয়ে উপরে রয়েছে ব্যান্ড ৯ (Band 9)। লেখা, বলা, পড়া, শোনা- এই চারটি বিষয়ের উপর দক্ষতা কেমন তার উপর ভিত্তি করে ফাইনাল স্কোর আসে।
আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?
Education Loan Information:
Calculate Education Loan EMI