JNU PG Admission 2023: JNU-তে স্নাতকোত্তরে ভর্তি, মেধাতালিকা আগামীকাল
Jawaharlal Nehru University: বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল jnuee.jnu.ac.in. -এখানে ওই মেধাতালিকা প্রকাশ করা হবে।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University)স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এবার তার ফল বেরনোর পালা। আগামীকাল, ১৭ আগস্ট জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা বেরনোর কথা। যে যে পড়ুয়ারা JNU PG Admission 2023-24 সালে নাম তালিকাভুক্ত করে পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা কাল অনলাইনেই ফল দেখতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল jnuee.jnu.ac.in. -এখানে ওই মেধাতালিকা প্রকাশ করা হবে।
কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট (CUET)-এর স্কোরের ভিত্তিতে এই অ্যাডমিশন হবে
আপনার নাম কি তালিকায় উঠেছে? কীভাবে দেখবেন?
JNU অ্যাডমিশনের অফিসিয়ালের পোর্টাল jnuee.jnu.ac.in.
হোমপেজে গিয়ে দেখা যাবে 'JNU PG Merit List 2023' এর লিঙ্ক। সেখানে ক্লিক করতে হবে।
এবার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তাহলেই আপনার রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে।
সেই পাতাটা সেভ করে প্রিন্ট আউট করে নিন।
প্রি-এনরোলমেন্ট রেজিস্ট্রেশন এবং আসন রাখার জন্য টাকা জমা দেওয়ার কাজও শুরু হচ্ছে আগামীকাল ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সেই কাজ করা যাবে।
বেরবে দ্বিতীয় মেধাতালিকাও:
PG অ্যাডমিশন-এর জন্য দ্বিতীয় মেধাতালিকাও বেরবে। ২৫ আগস্ট সেই তালিকা বেরনোর কথা। সেই তালিকায় যে পড়ুয়ারা আসন পেয়েছেন তাঁদের সেই আসন ফি দিয়ে ব্লক করতে হবে। ২৮ আগস্টের মধ্যে সেই আসন ব্লক করতে হবে।
ইতিমধ্যে, শুধুমাত্র বিদেশি ভাষায় এমএ কোর্সের জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তি বা নিবন্ধনের শারীরিক যাচাইকরণ ১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে শুরু হবে।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) (UPSC)- র তরফে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, অ্যাসিসট্যান্ট প্রফেসর- সহ অন্যান্য একাধিক পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন (Online Application) প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইন মাধ্যমে। গত ২৬ অগস্ট থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। upsconline.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। মোট ২৯টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীদের ২৫ টাকা ফি জমা দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI