CISF Constable Recruitment 2024: সিআইএসএফ- এ চাকরির সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ? কারা আবেদন করতে পারবেন?
Job News: যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার জন্য ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশন হবে।
CISF Constable Recruitment 2024: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ নিয়োগ করতে চলেছে। শূন্যপদের সংখ্যা ১১৬১। জানা গিয়েছে, Constable/ Tradesmen - এই পদে নিয়োগ হবে সিআইএসএফ- এ। অনলাইনে আবেদন জানানো যাবে সিআইএসএফ - এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এর মাধ্যমে। আগামী ৫ মার্চ থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর তা চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
আবেদনকারীদের যোগ্যতা
দশম শ্রেণি (ম্যাট্রিকুলেশন) বা তার সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আবেদন করা যাবে। স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে ( ১ অগস্ট, ২০২৫ অনুসারে)।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকতে চলেছে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশন। বিভিন্ন রিক্রুটমেন্ট সেন্টারে এই একাধিক পর্যায়ের পরীক্ষাগুলি নেবে সিআইএসএফ কর্তৃপক্ষ।
অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে
অসংরক্ষিত শ্রেণি, ওবিসি এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। মহিলা আবেদনকারী এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোনও প্রকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য পাওয়া যাবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন
১। কনস্টেবল/রাধুঁনি- ৪৯৩টি শূন্যপদ
২। কনস্টেবল/মুচি- ৯টি শূন্যপদ
৩। কনস্টেবল/দর্জি- ২৩টি শূন্যপদ
৪। কনস্টেবল/নাপিত- ১৯৯টি শূন্যপদ
৫। কনস্টেবল/ধোপা- ২৬২টি শূন্যপদ
৬। কনস্টেবল/সাফাই কর্মী- ১৫২টি শূন্যপদ
৭। কনস্টেবল/রঙের মিস্ত্রি- ২টি শূন্যপদ
৮। কনস্টেবল/কাঠের কাজের মিস্ত্রি- ৯টি শূন্যপদ
৯। কনস্টেবল/ইলেকট্রিশিয়ান- ৪টি শূন্যপদ
১০। কনস্টেবল/মালি- ৪টি শূন্যপদ
১১। কনস্টেবল/ঢালাইয়ের কাজ করার মিস্ত্রি- ১টিশূন্যপদ
১২। কনস্টেবল/Charge Mech- ১টি শূন্যপদ
১৩। কনস্টেবল/MP Attendant- ২টি শূন্যপদ
আরও পড়ুন- আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?
আরও পড়ুন- সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়াল স্টাফ সিলেকশন কমিশন, কত নিয়োগ হবে এবার?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
