Job News: NCERT সংস্থায় চাকরির সুযোগ, ৭৯ হাজার টাকা থেকে শুরু বেতন; কত শূন্যপদ ?
NCERT Recruitment: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় হেড অফ পাবলিকেশন ডিপার্টমেন্ট পদের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য কত শূন্যপদ বা আসন রয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।
![Job News: NCERT সংস্থায় চাকরির সুযোগ, ৭৯ হাজার টাকা থেকে শুরু বেতন; কত শূন্যপদ ? NCERT Recruitment News for Head of Publication Dept Salary starts from Rs 78800 Check Details Job News: NCERT সংস্থায় চাকরির সুযোগ, ৭৯ হাজার টাকা থেকে শুরু বেতন; কত শূন্যপদ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/02/790c7bbd4a5fb5b41837fe94aba35991172785306541477_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Recruitment News: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওরফে এনসিআরটি সংস্থায় পাবলিকেশন বা প্রকাশনী বিভাগে কাজের সুযোগ। পাবলিকেশন বিভাগের প্রধান হিসেবে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। যে কোনো প্রার্থী (Recruitment News) যিনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন, তারাই এই চাকরির জন্য আবেদন (NCERT Jobs) করতে পারবেন। মূলত ডেপুটেশনের ভিত্তিতেই নিয়োগ করা হবে এই সংস্থায়। সর্বোচ্চ ৫৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারেন, প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তির ভিত্তিতে (Job News) সংস্থায় কাজের সুযোগ মিলবে।
কোন পদে নিয়োগ হবে, কত শূন্যপদ আছে
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় হেড অফ পাবলিকেশন ডিপার্টমেন্ট পদের জন্য নিয়োগ করা হবে। এই পদের জন্য কত শূন্যপদ বা আসন রয়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে এই পদের জন্য নির্বাচিত হলে নয়াদিল্লিতে এনসিআরটির হেড কোয়ার্টারে বদলি হয়ে যাবে প্রার্থীর।
বয়সসীমা
এই সংস্থায় উল্লিখিত পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স কখনই ৫৬ বছরের বেশি হওয়া যাবে না।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করা থাকতে হবে। পাবলিক প্রকিওরমেন্ট, মার্কেটিং, সেলস, প্রিন্টিং ওয়ার্ক, প্রোডাকশন ইত্যাদি ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্টে প্রার্থীর ডিগ্রি থাকলে তা সর্বাগ্রে প্রাধান্য পাবে, বুক পাবলিশিং, বুক প্রোডাকশনের উপর ডিপ্লোমা থাকলেও প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।
বেতন
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় হেড অফ পাবলিকেশন ডিপার্টমেন্ট পদে নির্বাচিত হলে প্রার্থীরা লেভেল ১২ অনুযায়ী বেতন পাবেন। অর্থাৎ তাদের মাসিক বেতন শুরু হবে ৭৮,৮০০ টাকা থেকে, সর্বোচ্চ বেতন হবে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা মাসে।
কাজের ধরন
এটি কোনো স্থায়ী চাকরি নয়। মূলত চুক্তির ভিত্তিতে ডেপুটেশনে কাজ করতে হবে এই সংস্থায়। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চাকরির চুক্তি করা হবে, তারপর সংস্থার প্রয়োজন এবং প্রার্থীর কাজের দক্ষতা অনুযায়ী এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে।
এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে, নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র এবং সংশ্লিষ্ট নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে।
আরও পড়ুন: UPSC Recruitment 2024: কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন ? স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই পাবেন সরকারি চাকরি
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)