NEET: ষাটের উপরে বয়স, তবু জেদ অদম্য ! NEET উত্তীর্ণ হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন ৩ প্রবীণ
NEET Success Story: এই তিন প্রবীণই তামিলনাড়ু রাজ্যে একটি বিশেষ কোটার অধীনে আসন দাবি করেছেন যেখানে রাজ্যের সরকারি স্কুলে পড়ে পাশ করেছে এমন ব্যক্তিদের জন্য ৭.৫ শতাংশ আসন সংরক্ষিত থাকে।

তামিলনাড়ু: প্রত্যেকের বয়স ৬০ বছরের বেশি। তবু জেদ কমেনি এতটুকুও ! ৬০ পেরিয়ে যাওয়ার পরে প্রস্তুতি নিয়ে NEET-এ বসেছিলেন তিন প্রবীণ আর তিনজনই সফলভাবে এই পরীক্ষায় (NEET 2025) উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত গড়েছেন। এই তিন প্রবীণের মধ্যে দুজন (Tamil Nadu News) আবার পেশাগতভাবে আইনজীবী ছিলেন। আর এখন তারা এমবিবিএস পড়ার জন্য আসন সংরক্ষণের আবেদন করেছেন। এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে।
সংবাদসূত্রে জানা গিয়েছে এই তিন প্রবীণের বয়স যথাক্রমে ৬৮, ৬৭ এবং ৬০ বছর। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সারা দেশব্যাপী আয়োজিত হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির মারফত। ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুসারে, এই নির্ণায়ক পরীক্ষার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট (NEET 2025) বয়সসীমা বা কোনও নির্দিষ্ট অ্যাটেম্পট মাত্রা ধার্য করা নেই। এই ন্যাশনাল মেডিকেল কমিশনই সারা দেশে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা বা মেডিকেল শিক্ষার চূড়ান্ত নিয়ন্ত্রক ও নির্ণায়ক হিসেবে কাজ করে।
এই তিন প্রবীণই তামিলনাড়ু রাজ্যে একটি বিশেষ কোটার অধীনে আসন দাবি করেছেন যেখানে রাজ্যের সরকারি স্কুলে পড়ে পাশ করেছে এমন ব্যক্তিদের জন্য ৭.৫ শতাংশ আসন (NEET 2025) সংরক্ষিত থাকে। এর অধীনে শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে মেডিকেল পড়তে পারবেন। সংবাদসূত্র অনুসারে আধিকারিকরা যদিও প্রশ্ন তুলেছেন যে এই বিশেষ কোটা কি বয়স নির্বিশেষে সকল স্নাতকদের জন্য প্রযোজ্য হবে ?
স্টুডেন্ট কাউন্সেলর মানিকভেল আরুমুগম প্রশ্ন তোলেন যে বয়স্ক নাগরিকরা কি এই কঠিন কোর্সটি সামলাতে সক্ষম হবেন ? হাউজ স্টাফশিপের সময় তারা কি ২৪ ঘণ্টা ডিউটি দিতে পারবেন ? এমনকী তাঁর মতে যদি কেউ মাঝখানে সেই কোর্স ছেড়ে চলে যান, তাহলে তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং সম্পূর্ণ কোর্স ফি (ভর্তুকি ছাড়া) দিতে হবে’।
এক আধিকারিক আরও জানিয়েছেন যে ‘এই প্রবীণদের কাছে এমন নথি রয়েছে যা মেডিকেল শিক্ষার উল্লিখিত প্রসপেক্টাসের সঙ্গে মেলে না। কিছু ব্যক্তি দ্বাদশ শ্রেণির মার্কশিটের বদলে প্রাক-বিশ্ববিদ্যালয় কোর্সের নম্বর বসিয়েছেন। কিছুক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে পাঠ্য বিষয় হিসেবে তারা লিখেছেন ন্যাচারাল সায়েন্স যা হওয়া উচিত ছিল উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা বা শারীরবিদ্যা। ফলে বোঝা যাচ্ছে না যে তাদের কাউন্সেলিংয়ে বসতে দেওয়া উচিত হবে কিনা, তাদের আবেদন প্রত্যাখ্যান করা উচিত কিনা তা ভেবে দেখতে হবে।’
Education Loan Information:
Calculate Education Loan EMI






















