Indian Railway Recruitment: দ্বাদশ শ্রেণি পাসে চাকরির সুযোগ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি রেলের
Recruitment Exam 2023: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে NTPC-তে ৩৭ হাজার ৮৪২ শূন্যপদে এই নিয়োগ হবে।
কলকাতা: প্রতি বছরই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেল। গ্রুপ সি, গ্রুপ ডি তো বটেই একাধিক পদে হয়ে থাকে এই নিয়োগ। এবার NTPC-তে নিয়োগের ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board NTPC Exam 2023)।
নিয়োগের বিজ্ঞপ্তি জারি: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে NTPC-তে ৩৭ হাজার ৮৪২ শূন্যপদে এই নিয়োগ হবে। দ্বাদশ পাস করেই করা যাবে আবেদন। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে আবেদন করা যাবে দ্বাদশ পাস করেই। স্নাতক স্তর পাস করলেই আবেদন করা যাবে ট্রাফিক অ্যাসিস্টেন্ট, পণ্যবাহী ট্রেনের গার্ড, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, স্টেশন মাস্টার পদে।
যোগ্যতার মাপকাঠি:
- দ্বাদশ পাসে যেসব পদে নিয়োগ হবে সেই পদে আবেদন জন্য বয়সের সীমা ১৮ থেকে ৩০ বছর।
- স্নাতক পাসে যেসব পদে নিয়োগ হবে সেই পদে আবেদন জন্য বয়সের সীমা ১৮ থেকে ৩৩ বছর।
- তফশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
- আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
বেতন কাঠামো:
পদ অনুযায়ী নির্ধারণ করা হবে বেতন।
কতগুলি ধাপে হবে পরীক্ষা?
কম্পিউটার বেসড পরীক্ষা (১)
- ১০০ নম্বর পূর্ণমানে ১০০টা প্রশ্ন থাকবে
- ৩০টি প্রশ্ন থাকবে অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিওনিংয়ের উপর।
- ৪০টি প্রশ্ন থাকবে সাধারণ সচেতনতার উপর।
- মোট সময়সীমা দেড় ঘণ্টা।
কম্পিউটার বেসড পরীক্ষা (২)
- ১২০ নম্বর পূর্ণমানে ১২০টা প্রশ্ন থাকবে
- ৩৫টা প্রশ্ন থাকবে অঙ্ক এবং রিজিওনিংয়ের উপর।
- ৫০টা প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং সাধারণ সচেতনতার উপর।
- মোট সময়সীমা আড়াই ঘণ্টা।
তৃতীয় ধাপে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা টাইপিং টেস্ট।
নিয়োগ প্রক্রিয়ার চতুর্থ ধাপে হবে নথি যাচাই।
অন্যদিকে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে নিয়োগের কথা ঘোষণা করেছে। অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়েজ- এর অফিশিয়াল ওয়েবসাইট rrcnr.org- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। মোট ৩০৮১টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১১ ডিসেম্বর এবং তা চলবে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: 'শিশুদের বেডে কালীঘাটের কাকু' ICCU-তে চলছে চিকিৎসা
Education Loan Information:
Calculate Education Loan EMI