Recruitment News: ভারতীয় রেলে ফের ৪ হাজার শূন্যপদে নিয়োগ, এই প্রার্থীরা করতে পারবেন আবেদন
Railway Recruitment News: এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এর মধ্যে এয়ার কণ্ডিশনার, কার্পেন্টার, ডিজেল মেকানিক্যাল, ইলেক্ট্রনিক, মেকানিক, ইলেকট্রিশিয়ান পদে হবে নিয়োগ।

Railway Jobs: ভারতীয় রেলওয়েতে চাকরির সুযোগ আবার। যুবকদের জন্য বড় খবর। সেন্ট্রাল রেলওয়েতে মোট ৪ হাজার শূন্যপদে করা হবে এই নিয়োগ (Railway Jobs)। মূলত শিক্ষানবিশ হিসেবেই এই নিয়োগ হবে সেন্ট্রাল রেলওয়েতে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.scr.indiarailways.gov.in –এ গিয়ে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগের (Job News) জন্য নিম্নলিখিত উপায়ে আবেদন করতে পারেন।
কত শূন্যপদ
এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এর মধ্যে এয়ার কণ্ডিশনার, কার্পেন্টার, ডিজেল মেকানিক্যাল, ইলেক্ট্রনিক, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, পেইন্টার, ওয়েল্ডার সহ অন্যান্য ব্যবসা রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে মোট ৪২৩২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ (Railway Jobs) দশম শ্রেণি পাশ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই সার্টিফিকেট বাধ্যতামূলক।
আবেদনের বয়স
রেলওয়ের এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত ক্যাটাগরিতে ছাড় দেওয়া হবে। প্রার্থীদের মনে রাখতে হবে, এই বয়স গণনা করা হবে ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী।
কীভাবে হবে নির্বাচন
রেলে এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে প্রার্থীকে এবং এই নির্বাচন হবে দশম ও আইটিআইয়ের প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট করা হবে।
বৃত্তি
উল্লিখিত পদগুলিতে কাজের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭৭০০ টাকা থেকে শুরু করে ২০,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন ফি কত দিতে হবে
এই নিয়োগের জন্য প্রার্থীদের (Railway Jobs) আবেদন ফি দিতে হবে ১০০ টাকা। অসংরক্ষিত, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন মূল্য দিতে হবে এই ১০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থী এবং মহিলাদের জন্য আবেদন মূল্য কিছু দিতে হবে না।
কী কী নথি লাগবে
আবেদনকারী প্রার্থীদের অবশ্যই আধার কার্ড, দশম শ্রেণির মার্কশিট, আইটিআই ডিপ্লোমার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। আরও বিস্তারিতভাবে জানতে প্রার্থীদের যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন: UGC NET : ১৫ জানুয়ারির পরিবর্তে কবে হবে UGC NET, তারিখ ঘোষণা
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
