(Source: ECI/ABP News/ABP Majha)
Recruitment News: রেলের নিয়োগে বাড়ল শূন্যপদ, ১৪ হাজারেরও বেশি পদে এবার চাকরির সুযোগ
RRB Technician Recruitment: যখন এই নিয়োগের কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে, তখন RRB মোট ৯১৪৪টি পদে নিয়োগ দিয়েছিল টেকনিশিয়ান পদে। এখন এতে শূন্যপদ সংখ্যা আরও বাড়ল।
RRB Technician Recruitment: যে সমস্ত প্রার্থী ভারতীয় রেলে নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সুখবর রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই টেকনিশিয়ান নিয়োগের (Recruitment News) জন্য শূন্যপদ বাড়ানো হয়েছে। যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হচ্ছে। এই পদগুলি গ্রেড ১ সিগন্যালের জন্য গ্রেড ৩-এর জন্য ছিল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB Technician Recruitment) সম্প্রতি ৫০০০ শূন্যপদের জায়গায় ১৪,২৯৮টি শূন্যপদ ঘোষণা করেছে। ফলে এবার ৩ গুণ বেশি প্রার্থী চাকরি পাবেন ভারতীয় রেলে।
এর আগে কত পদে নিয়োগ দেওয়া হয়েছিল
যখন এই নিয়োগের কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে, তখন RRB মোট ৯১৪৪টি পদে নিয়োগ দিয়েছিল টেকনিশিয়ান পদে। এখন এতে শূন্যপদ সংখ্যা আরও বাড়ল। ৫২৫৪টি শূন্যপদ বেড়ে এখন হয়েছে ১৪,২৯৮টি শূন্যপদ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগের জন্য আবার আবেদনের লিঙ্ক খোলা হবে বলেই জানিয়েছে। rrbapply.gov.in ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া এবং আবেদনের সমস্ত তথ্য জানা যাবে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই পদগুলিতে নির্বাচনের জন্য প্রার্থীদের বিভিন্ন স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সবার আগে হবে সিবিটি মোডে পরীক্ষা। সেই পরীক্ষার তারিখ এখনও প্রকাশ পায়নি। তবে জানা গিয়েছে অক্টোবর-নভেম্বর মাসে হতে পারে এই পরীক্ষা। পরীক্ষার তারিখ ও সময় জানার জন্য নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সিবিটি মোডে পরীক্ষার পরে করা হবে নথি যাচাই ও মেডিকেল পরীক্ষা। যারা প্রথম ধাপে উত্তীর্ণ হবেন, তারাই কেবল পরের ধাপে যেতে পারবেন।
আবার চালু হবে আবেদনের লিঙ্ক
এই বর্ধিত শূন্যপদগুলির জন্য পুনরায় আবেদনের লিঙ্ক চালু হবে। এই লিঙ্কটি খোলা থাকবে ১৫ দিনের জন্য। তবে কবে থেকে এই লিঙ্ক আবার চালু হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এছাড়া ইতিমধ্যেই যারা এই আবেদন করে ফেলেছেন, তারা চাইলে তাদের পছন্দ বদলে নিতে পারেন।
কত ফি দিতে হবে
এই পদগুলির জন্য আবেদন করতে প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে সিবিটি মোডের পরীক্ষায় উপস্থিত হলে প্রার্থীকে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে পরীক্ষার জন্য, তবে পরীক্ষায় বসলে পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: Coochbehar News: পড়ুয়াদের স্বাবলম্বী করতে উদ্যোগ, রোজগার মেলার আয়োজন রাজ্যের এই কলেজে
Education Loan Information:
Calculate Education Loan EMI