SBI CBO Exam: পাঁচ হাজারের বেশি শূন্যপদ, সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করছে SBI
Recruitment News: আগামী রবিবার অর্থাৎ ২১ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হবে। তিন দফায় হবে নিয়োগ প্রক্রিয়া।
কলকাতা: সার্কেল ভিত্তিক অফিসার (CBO) নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সার্কেল বেসড অফিসার পদের জন্য শূন্যপদ রয়েছে ৫৪৪৭টি। এই নিয়োগের লক্ষ্য হল উল্লিখিত শূন্যপদগুলিতে সফলভাবে প্রার্থী যুক্ত করা। এর মধ্যে ৫২৮০টি রেগুলার ভ্যাকেন্সি বা সাধারণ শূন্যপদ এবং ১৬৭টি আগের শূন্যপদ। sbi.co.in ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন চাকরিপ্রার্থীকা।
আগামী রবিবার অর্থাৎ ২১ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল গত ২২ নভেম্বর। রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। তিন দফায় হবে নিয়োগ প্রক্রিয়া।
কীভাবে নিয়োগ?
- অনলাইনে নেওয়া হবে এই পরীক্ষা। অবজেক্টিভ অংশকে চার ভাগে ভাগ করা হয়েছে। যার জন্য বরাদ্দ ২ ঘণ্টা। পূর্ণমান রয়েছে ১২০। ডেস্ক্রিপটিভ অংশের জন্য বরাদ্দ ৩০ মিনিট। এর পূর্ণমান ৫০।
- অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়াপ পর যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের নথি যাচাই করবে স্ক্রিনিং কমিটি।
- ইন্টারভিউ পর্বে পূর্ণমান ৫০। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে মনে করা হবে তা সিদ্ধান্ত নেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
এদিকে রেলের আরপিএফ (RPF) এবং আরপিএসএফ (RPSF)-এর জন্য সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগে প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়েছে। মাপকাঠি অনুযায়ী যাঁরা যোগ্য তাঁরা এই rpf.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২২৫০। যার মধ্যে ২০০০ জন কনস্টেবল এবং ২৫০ জন সাব ইন্সপেক্টর নেওয়া হবে।
যোগ্যতার মাপকাঠি:
- সাব ইন্সপেক্টর: ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে।
- কনস্টেবল: কোনও স্বীকৃত বোর্ড থেকেমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে। আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ২৫।
কীভাবে আবেদন?
- প্রথমে indianrailways.gov.in যেতে হবে।
- RPF Recruitment 2024 লেখা অপশনে ক্লিক করতে হবে।
- নতুন একটা লগ ইন উইনডো খুলে যাবে
- রেজিস্ট্রার করে লগ ইন করতে হবে।
- প্রয়োজনীয় নথি আপলোড করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
- এরপর সাবমিট করে ডাউনলোড করে রাখতে হবে ওই পেজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Delhi Flight Disruption: দিল্লিতে খারাপ আবহাওয়ার জের, দেশজুড়ে ব্যাহত বিমান পরিষেবা
Education Loan Information:
Calculate Education Loan EMI