SBI clerks mains admit card 2021 প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন হল টিকিট ?
৫০০০ ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল SBI। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল লেভেলের জন্য ইতিমিধ্যেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সম্প্রতি সেই প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
নয়াদিল্লি: মঙ্গলবারই প্রকাশিত হয়েছে SBI clerks preliminary recruitment exam 2021-এর ফল। এবার প্রিলিতে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বসতে পারবেন মেন পরীক্ষায়। কীভাবে ডাউনলোড করবেন স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পরীক্ষার মেনসের অ্যাডমিট কার্ড ?
৫০০০ ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল SBI। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল লেভেলের জন্য ইতিমিধ্যেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সম্প্রতি সেই প্রিলি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার যে চাকরিপ্রার্থীরা মেন পরীক্ষায় বসবেন তাদের কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
কীভাবে ডাউনলোড করবেন কল লেটার বা অ্যাডমিট কার্ড ?
১ প্রথমে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান।
২ এবার লগ ইন পেজে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও পাসওয়ার্ড দিন। অথবা জন্মের তারিখ ও পাসওয়ার্ড দিয়েও ডাউনলোড করতে পারেন কল লেটার। চাকরিপ্রার্থীকে মনে রাখতে হবে যে জন্মের তারিখ সাল যেন লেখার ক্ষেত্রে ভুল না হয়।
মেন পরীক্ষায় উত্তীর্ণদের এবার পরবর্তী রাউন্ডে ইন্টারভিউতে বসতে হবে।তবে চাকরিপ্রার্থীর নথি যাচাই না হলে এই ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন না চাকরিপ্রার্থী। স্টেট ব্যাঙ্কের মেন পরীক্ষায় উত্তীর্ণ হতে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে প্রিলি পরীক্ষায় পাস আউটদের। সেই ক্ষেত্রে ২ ঘণ্টা ২০ মিনিট ধরে হবে এই পরীক্ষা। প্রতি প্রশ্নের ক্ষেত্রে ১ নম্বর থাকবে প্রশ্নপত্রে।কেউ ভুল উত্তর দিলে প্রতি একটি ভুলের জন্য চাকরিপ্রার্থীর এক চতুর্থাংশ নম্বর কাটা হবে।
SBI clerks mains-এর প্রশ্নপত্রে চারটে সেকশন থাকবে। সেখানে জেনারেল ইংলিশ, জেনারেল ফিন্যান্সিয়াল অ্যাওয়্যারনেস, রিজনিং অ্যাবিলিটি ও কোয়ানটিটেটিভ অ্যাপটিটিউড নিয়ে প্রশ্ন থাকবে।
আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI