Recruitment News: আধার দফতরে কাজের সুযোগ, কনসালট্যান্ট পদে হবে নিয়োগ- কারা আবেদনের যোগ্য ?
UIDAI Recruitment: আধার দফতরে UIDAI-এর অফিসে একটিমাত্র শূন্যপদে কনসালট্যান্ট হিসেবে কর্মী নিয়োগ করা হবে, এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UIDAI সংস্থা। বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।
Job News: আধার দফতরে চাকরির সুযোগ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। UIDAI সংস্থার আঞ্চলিক অফিসে কাজ করতে হবে। একটিমাত্র শূন্যপদেই হবে এই নিয়োগ। তবে এই নিয়োগ স্থায়ী চাকরি (UIDAI Recruitment) নয়, চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আবেদনকারী কোনওভাবেই ফ্রেশার হলে চলবে না। বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। দেখে নিন কোন পদে হবে এই নিয়োগ, প্রার্থীর কী যোগ্যতাই বা লাগবে।
শূন্যপদ
আধার দফতরে UIDAI-এর অফিসে একটিমাত্র শূন্যপদে কনসালট্যান্ট হিসেবে কর্মী নিয়োগ করা হবে, এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UIDAI সংস্থা।
বয়সসীমা
এই পদের জন্য UIDAI দফতরে আবেদনকারী প্রার্থীর বয়স (UIDAI Recruitment) কোনওভাবেই যেন ৬৩ বছরের বেশি না হয়। প্রার্থীকে হতে হবে অবসরপ্রাপ্ত কর্মী। এই পদের জন্য কোনও ফ্রেশারদের নেওয়া হবে না বলেই জানিয়েছে সংস্থা।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা তাঁদের চাকরি থেকে অবসর নেওয়ার সময় যে বেতন পেতেন তাঁর থেকে অবসরের পরের পেনশনের টাকা ভাদ দিয়ে যে মূল্য দাঁড়ায়, তা বেতন হিসেবে পাবেন। তবে যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পান না তাঁদের UIDAI সংস্থার পক্ষ থেকে মাসিক ৪০ হাজার টাকা দেওয়া হবে।
এছাড়াও বেতনের উপরি বেশ কিছু পার্কস ও সুযোগ সুবিধা পাওয়া যাবে সংস্থার পক্ষ থেকে।
কাজের মেয়াদ
এটি কোনও স্থায়ী চাকরি নয়। এই পদে (UIDAI Recruitment) কর্মী নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে। তারপর এই চুক্তির মেয়াদ ৩ বছর, সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়তে পারে। তবে এই চুক্তি শুধুমাত্র ৬৫ বছর বয়স পর্যন্ত খাটবে।
কোথায় কাজ করতে হবে
UIDAI-এর হায়দরাবাদের আঞ্চলিক অফিসে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে।
কী যোগ্যতা প্রয়োজনীয়
আগ্রহী প্রার্থীকে অবশ্যই লেভেল-৫ বেতনকাঠামোয় কোনও সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিনান্স, অ্যাকাউন্ট, বিল পেমেন্টের বিষয়ে জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে প্রার্থীকে।
কীভাবে আবেদন করবেন
এই পদের জন্য আবেদন করতে হলে অফলাইনে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন করা যাবে না। আগামী ২২ মে তারিখের মধ্যে প্রার্থীকে ডাকযোগে হায়দরাবাদের সংস্থার দফতরে পাঠাতে হবে আবেদনপত্র।
Education Loan Information:
Calculate Education Loan EMI