Success Story: সাফাইকর্মীর কাজ করেন বাবা, কষ্ট সয়েও প্রথম চেষ্টাতেই UPSC পাশ- অনুপ্রেরণার নাম তরুণা কমল
Taruna Kamal Success Story: তরুণার বাবা অনিল কুমার পেশায় নারচোক মিউনিসিপ্যাল কাউন্সিলের একজন সাফাইকর্মীর ঠিকাদার ছিলেন। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় ২০৯ র্যাঙ্ক অর্জন করেছেন তরুণা কমল।
Taruna Kamal Success Story: ভারতের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে রয়েছে এই ইউপিএসসি। লাখ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসলেও মাত্র হাজার-বারশো জনই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আর সেই সাফল্যের পিছনে লুকিয়ে থাকে অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক আত্মবলিদান। আর সেই দুরূহ সাফল্যের নজির গড়েছেন হিমাচলের তরুণা কমল (Taruna Kamal Success Story)। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ২০৯ র্যাঙ্ক অর্জন করেছেন (Success Story) তিনি। হিমাচলের মান্ডি জেলার সম্মান বাড়িয়ে তুলেছেন তরুণা কমল।
পরিবার, আত্মীয়-স্বজন এবং তাঁর এলাকার সম্মান বহুগুণে বাড়িয়ে দিয়েছেন তরুণা কমল। চণ্ডীগড়ে ইউপিএসসির কোচিং নিয়েছিলেন তরুণা। সেখান থেকে ফলপ্রকাশের পর ফিরে আসায় তাঁকে ঘিরে চলে তুমুল উল্লাস। রাট্টির মডার্ন পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। মূলত স্নাতক স্তরে তিনি পশু চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেন। তাঁর প্রথম দিন থেকেই আগ্রহ ছিল সরকারি চাকরি করার। ফলে স্নাতক শেষ করার পর থেকেই চণ্ডীগড়ে তিনি (Taruna Kamal Success Story) ইউপিএসসি পরীক্ষার কোচিং নিতে চলে যান।
তরুণার বাবা অনিল কুমার পেশায় নারচোক মিউনিসিপ্যাল কাউন্সিলের একজন সাফাইকর্মীর ঠিকাদার ছিলেন, তাঁর মা নরমা দেবী ছিলেন গৃহকর্ত্রী। মেয়ের শিক্ষাগত যোগ্যতা এবং তাঁর সাফল্যে মা নরমা দেবীও উচ্ছ্বসিত। শৈশব থেকেই যে তরুণা (Taruna Kamal Success Story) মেধাবী ছিলেন এবং তাঁর পড়াশোনার বিষয়ে দক্ষতা ছিল, উচ্চপদস্থ অফিসার হিসেবে কাজের আগ্রহ ছিল। তরুণার ভাই শাহিল কামাল এবং বোন ইয়াসমিনও পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছেন।
পরে এক সাক্ষাৎকারে তরুণা কমল (Taruna Kamal Success Story) জানিয়েছেন যে, 'আমার বাবা-মা যথেষ্ট সাহায্য করেছেন, আমার পাশে ছিলেন তাঁরা সবসময় আর তাই এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে আমার। তাঁদের জন্যেই আজ সফল হয়েছি আমি।' সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন তরুণা কমল, প্রবল অধ্যবসায়, স্বপ্নকে বাস্তুবায়িত করার চেষ্টায় মান্ডি জেলা ও তাঁর বাইরেও পরিচিতি বিস্তৃত হয়েছে তরুণা কমলের।
হিমাচল প্রদেশে তরুণা কমল একা নন, বরং অয়ন শর্মা, আনমোল, নিধি চৌধুরী প্রমুখরাও এই রাজ্য থেকে ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রাজ্যের মান বাড়িয়েছেন সকলে। সারা দেশের মধ্যে ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় ২০৯ র্যাঙ্ক অর্জন করেছেন তরুণা কমল।
আরও পড়ুন: SC On SSC: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিলের মামলার শুনানি
Education Loan Information:
Calculate Education Loan EMI