Job News: স্নাতক ডিগ্রি থাকলেই এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাবেন ট্রেনিং, মাসে মাসে মিলবে বৃত্তিও
Union Bank Of India: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন জানাতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনও স্বীকৃত ও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে।
Jobs News: শিক্ষানবিশ পদে নিযুক্ত করতে চলছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করার শেষ দিন আজ, ৫ মার্চ, ২০২৫। যাঁরা এখনও আবেদন করেননি হাতে আর বেশি সময় নেই। শেষ মুহূর্তে আবেদন জানিয়ে দিন ইউনিয়ন ব্যঙ্কের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য। ইউনিয়ন ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট unionbankofindia.co.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ২৬৯১টি শূন্যপদে শিক্ষানবিশ নিযুক্ত করতে চলেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করার ডিরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে। অতএব আর সময় নষ্ট না করে এবার আবেদন জানিয়েই দিন,
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য যাঁরা আবেদন জানাতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনও স্বীকৃত ও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। ০১/০৪/২০২১- এই তারিখে বা তার পর যাঁরা স্নাতক হয়েছেন তাঁরাই আবেদন জানাতে পারবেন। অন্যদিকে আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে, ১ ফেব্রুয়ারি, ২০২৫ অনুসারে।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের কত টাকা দিতে হবে
জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির আবেদনকারীদের দিতে হবে ৮০০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং তার সঙ্গে জিএসটি। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং জিএসটি দিতে হবে। বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ৪০০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং জিএসটি। অনলাইন মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার কিছু খুঁটিনাটি তথ্য
এই ট্রেনিংয়ের মেয়াদ এক বছর। শিক্ষানবিশকে ব্যাঙ্কিং পরিষেবার বিভিন্ন দিক, প্রোডাক্ট এবং প্রসেস সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। মাসে ১৫ হাজার টাকা বৃত্তি পাবেন শিক্ষানবিশরা। অন্য কোনও টাকা বা পরিষেবা, সুবিধা দেওয়া হবে না শিক্ষানবিশদের। অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম শেষ শিক্ষানবিশদের একটি অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। এই অ্যাসেসমেন্ট ট্রেনিং শেষ হলে নির্দিষ্ট অ্যাসেসমেন্ট টেস্টে উত্তীর্ণ হলে আবেদনকারীদের দেওয়া হবে সার্টিফিকেট।
আরও পড়ুন- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? কবে পর্যন্ত আবেদন করা যাবে?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
