UPSC Civil Service Result: কবে বেরোবে সিভিল সার্ভিস মেনের ফল ? জানিয়ে দিল UPSC
UPSC Civil Services Main Result 2021: চলতি মাসেই প্রকাশিত হবে ইউপিএসসি সিভিল সার্ভিসের মেন পরীক্ষার ফল। মঙ্গলবার সেই ঘোষণা করেছে Union Public Service Commission (UPSC)।
UPSC Civil Services Main Result 2021: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি মাসেই প্রকাশিত হবে ইউপিএসসি সিভিল সার্ভিসের মেন পরীক্ষার ফল। মঙ্গলবার সেই ঘোষণা করেছে Union Public Service Commission (UPSC)।
UPSC Civil Service Result: ইউপিএসসি জানিয়েছে, মার্চ মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে এই রেজাল্ট। মেন পরীক্ষার ফল দেখতে upsc.gov.in.-এ যেতে হবে পরীক্ষার্থীদের। এখানেই শেষ নয়। ইউপিএসসি জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের। সেই ক্ষেত্রে মেন লিখিত পরীক্ষার ফলে বেরোতেই Detailed Application Form-II (DAF-II) পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের। কারণ, সীমিত সময়ের জন্য সেই ফর্ম ওয়েবসাইটে দেখতে পাবেন উত্তীর্ণরা। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই ইন্টারভিউয়ের জন্য আবেদনপত্র পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর দিতে হবে।
UPSC Civil Services Main Result 2021: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, আগে থেকেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে প্রার্থীদের। সেই জন্য এখন থেকেই সব আসল নথির ফটোকপি প্রস্তুত রাখতে হবে চাকরিপ্রার্থীদের। জানুয়ারির ৭-১৬ তারিখ ইউপিএসসি সিভিস সার্ভিস মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সেই পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। পাশ করলে তবেই পাওয়া যাবে ইন্টারভিউয়ে ডাক। মনে করা হচ্ছে, ৩০ মার্চ বা তার আগেই UPSC Civil Services Main Result 2021 প্রকাশিত হবে।
UPSC Civil Service Result: কীভাবে দেখবেন রেজাল্ট ?
১ প্রথমে upsc.gov.in-এ অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।
২ এবার হোমপেজে, ইউপিএসসি সিভিল সার্ভিসের মেনের ফলাফল 2021 চেক করতে সেখানকার লিঙ্কটিতে ক্লিক করুন।
৩ এই পর্বে ডিসপ্লে স্ক্রিনে একটি নতুন পেজ দেখতে পাবেন।
৪ আপনার গোপন নথি দিয়ে লগইন করুন।
৫ UPSC সিভিল সার্ভিসের মেনের ফলাফল 2021 স্ক্রিনে দেখতে পাবেন।
৬ UPSC সিভিল সার্ভিসের মেনের ফল (2021) ডাউনলোড করুন ও ভবিষ্যতে ব্যবহারের জন্য এর প্রিন্টআউট নিন।
Education Loan Information:
Calculate Education Loan EMI