WB College Admission: কেন্দ্রীয় পোর্টালে বিপুল সংখ্যক আবেদন, ভিন রাজ্যের পড়ুয়াদের স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী
ভাবনার এক দশক পর অবশেষে কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তিতে পথ চলা শুরু করেছে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল।
কলকাতা: রাজ্যে কলেজগুলিতে ভর্তির জন্য চালু করা হয়েছে কেন্দ্রীয় পোর্টাল (Online Portal)। সেই পোর্টালে এবার ভিন রাজ্যের প্রায় ৯০ হাজার পড়ুয়া ভর্তির জন্য আবেদন করেছেন বলে জানালেন শিক্ষামন্ত্রী। উচ্চ শিক্ষার জন্য এরাজ্য়কে বেছে নিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় লিখলেন ব্রাত্য বসু।
#Destination_Bengal #Egiye_Bangla pic.twitter.com/wL0uHunpBk
— Bratya Basu (@basu_bratya) July 3, 2024
কেন্দ্রীয় অনলাইন পোর্টাল ভিন রাজ্যের পড়ুয়াদের আবেদন: ভাবনার এক দশক পর অবশেষে কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তিতে পথ চলা শুরু করেছে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল।কলেজে ছাত্র সংসদের দাদাগিরি থেকে টাকার বিনিময়ে ভর্তির ভুরি ভুরি অভিযোগ। শিক্ষাবিদদের একাংশ বারবার বলেছেন, পড়ুয়ার সশরীরে ক্য়াম্পাস এড়িয়ে কেন্দ্রীয় ভাবে অনলাইন প্রক্রিয়াই এই রোগের অন্যতম ওষুধ। অবশেষে গত মাস থেকে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির শুরু করেছে রাজ্য় সরকার। এদিন এক্স হ্য়ান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, "স্নাতক স্তরে পড়ার জন্য আমাদের কেন্দ্রীয় অনলাইন পোর্টাল সারাদেশ থেকে পড়ুয়ারা আবেদন করেছেন। গুজরাত, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম, বিহার, মহারাষ্ট্র থেকে ৮৭ হাজার ১০ জন পড়ুয়া আবেদন করেছে। উপরে জম্মু কাশ্মীর থেকে নিচে কেরল পর্যন্ত সব রাজ্যের পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য এরাজ্যকেও বেছে নিচ্ছে। তাঁদের দুহাত খুলে স্বাগত জানাচ্ছি।''
কেন্দ্রীয় পোর্টালের খুঁটিনাটি: প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্য়ালয় বাদে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্য়ালয়, ৬৬১টি কলেজে, ৭ হাজার ২১৭টি কোর্সে ভর্তি হবে এই পোর্টালের আওতায়। একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি কোর্সে আবেদন করতে পারবেন। প্রথম দফার শেষে শূন্য আসন থাকলে, দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
এই পোর্টালের বিষয়ে এর আগে ব্রাত্য বসু জানিয়েছিলেন, "শুধুমাত্র ভর্তির জন্য টাকা লাগছে। যে আবেদন করছে সে হয়ত ফিজিক্স নিয়ে আবেদন করে টাকাটা দিয়েছে ক কলেজে। খ কলেজে পরে কেমেস্ট্রি নিয়ে পড়ার সুযোগ পেয়ে গেছে। কেমেস্ট্রি নিয়ে পড়তে যাওয়ার আবেদন মানে কোর্স ফি-টা হয়ত একটু বেশি ফিজিক্সের থেকে। সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমেস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম কোর্স ফি হয়, তাহলে টাকাটা তার অ্য়াকাউন্টে আবার ব্যাকও করিয়ে দেওয়া হবে। একটাই অ্যাডমিশন ফি দিতে হবে। একজন ছাত্র ৪-৫টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, সেটাও হবে না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI