Kanchankanya Express: তখনও চলছিল রেললাইন পারাপার; সবুজ সিগন্যাল দেখে ছুটে আসছিল কাঞ্চনকন্যা, কীভাবে রক্ষা?
Jalpaiguri News:সিগন্যাল সবুজ, দ্রুত গতিতে ছুটছিল ট্রেন; রেল লাইনের উপরে তখনও মানুষজন, কী এমন করলেন চালক? যাতে বড় দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভয়ঙ্কর রেল দুর্ঘটনার (Train Accident) হাত থেকে রক্ষা। রেলযাত্রী তো বটেই প্রাণ বাঁচলেন পথচারী সহ আরও অনেকে। ঘটনা জলপাইগুড়ি জেলায় একটি রেল গেট। যদিও এই ঘটনা নিয়ে রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তৎপরতায় বাঁচল রেলযাত্রীদের প্রাণ: দ্রুত গতিতে ছুটে আসছে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস (Kanchankanya Express)। খোলা রয়েছে লেবেল ক্রসিংও। জ্বলছে সবুজ বাতি। ক্রসিং দিয়ে যাতায়াত করছে প্রচুর যানবাহন। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক ট্রেন চালকের। প্রাণ বেঁচে গেল অনেক পথচারীর। ঘটনাটি চালসা থেকে মালবাজার স্টেশনের মাঝে একটি রেল গেটের ঘটনা। মঙ্গলবার বিকেলে বড়সড় রেল দুর্ঘটনা থেকে রেহাই। প্রাণ বাঁচল রেলযাত্রীদের।
জানা গিয়েছে, শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচন্ড গতিতে মালবাজারের দিকে ছুটছিল। এই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে। এমনই একটি রেলপথ শোনগাছি চা বাগান এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসার ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেল গেট নামানো নেই। অথচ সিগন্যালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। গেটম্যান পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। এমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গেছে। রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের উপর দিয়ে। ট্রেনের হর্ন এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু কেন এমনটা ঘটল? কেন খোলা ছিল রেলগেট? তা নিয়ে অবশ্য মুখ খুলতে রাজি হয়নি রেল।
গত ১৭ জুন শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের চারটি কামরা। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল ৮টা ৫৫-য় জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালক, রেলকর্মী সহ একাধিক যাত্রীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।