WB HS Result 2021 Evaluation: ৬০ শতাংশের নিচে নম্বর প্রায় ৬০ শতাংশ পড়ুয়ার, উচ্চ মাধ্যমিকে 'গড়' ফলাফলের সংখ্যাধিক্য
৭% পাসের হার বাড়ার পরেও ২০২১ এর উচ্চমাধ্যমিকের মার্কশিটে গড় নম্বরেই বাড়বাড়ন্ত।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ৫০০-য় ৪৯৯। সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এ বার নজির তৈরি হয়েছে পরীক্ষাবিহীন উচ্চ মাধ্যমিকে। পাস করেছেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। ফেল মাত্র ২০ হাজার। তবে মোটের ওপর কেমন হল এবারের ফল? এককথায় বললে, এবারের উচ্চ মাধ্যমিকে 'গড়' ফলাফলেরই সংখ্যাধিক্য। কারণ, ৬০ শতাংশ পড়ুয়াই এবারে ৬০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত ফলাফলের নথি অনুযায়ী, এবারে পরীক্ষার আবেদনকারী ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাস করেছেন ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন। মোট পাশের হার ৯৮ % ছুঁই ছুঁই। সেদিক থেকে অকৃতকার্য হওয়া পড়ুয়াদের সংখ্যাটা ২০ হাজারের কিছু বেশি। উল্টোদিকে, এবারে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পড়ুয়া ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন উচ্চ মাধ্যমিকে। যা আগের বছরের তুলনায় কিছুটা কম। আর মোট পাশ করা পরীক্ষার্থীর বিচারে যা ৩৯.৯২ শতাংশ। পরিসংখ্যান জানাচ্ছে, ৬০.০৮ শতাংশ পরীক্ষার্থীরই নম্বর ৬০ শতাংশের নিচে। এমনকি, ৮০ শতাংশের ওপরে নম্বর প্রাপ্তদের সংখ্যা এবার গতবারের ৫৬ হাজার কমে গেছে।
পাসের হার এবার অবশ্য ৯৭ দশমিক ৬৯ শতাংশ। বিজ্ঞান ও বাণিজ্যে পাসের হার তো ৯৯ শতাংশেরও বেশি। এবার অতিরিক্ত এক লক্ষের বেশি ছাত্র-ছাত্রী পাশ করেছেন! সে ক্ষেত্রে বলাই যায়, ৫০০ এর মধ্যে ৪৯৯ পাওয়া, প্রায় ৭% পাসের হার বাড়ার পরেও ২০২১ এর উচ্চমাধ্যমিকের মার্কশিটে গড় নম্বরেই বাড়বাড়ন্ত।
একঝলকে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল-
- উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২জন।
- এবছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ।
- ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ।
- এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮জন পরীক্ষার্থী।
- উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছেন ৮৬জন পরীক্ষার্থী।
- ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯।
- ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা।
মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের ফলাফলও দেখা যাবে আমাদের ওয়েবসাইটে। পরীক্ষা না হওয়ায় যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, তাই wb12.abplive.com ওয়েবসাইটে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়েই জানা যাবে রেজাল্ট।
Education Loan Information:
Calculate Education Loan EMI