WBJEE Answer Key 2021 Released: ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উত্তরপত্র প্রকাশিত, চ্যালেঞ্জ জানানোর শেষ তারিখ ২২ জুলাই
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের উত্তরপত্র প্রকাশিত। বোর্ডের তরফে জানানো হয়েছে, উত্তরপত্র নিয়ে কোনও আপত্তি থাকলে ২২ জুলাইয়ের মধ্যে সাইটে চ্যালেঞ্জ জানাতে হবে।
কলকাতা: প্রকাশিত হল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্জামিনেশন' (WBJEE)-এর 'অ্যান্সার কি'। বুধবার এই উত্তরপত্র প্রকাশ করেছে জয়েন্ট বোর্ড। wbjeeb.nic.in-এর অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে এই ২০২১ সালের এই 'অ্যান্সার কি'।
বোর্ডের তরফে জানানো হয়েছে, উত্তরপত্র নিয়ে কোনও আপত্তি থাকলে ২২ জুলাইয়ের মধ্যে সাইটে তা জানাতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'ওএমআর' ছবি ও পরীক্ষার্থীদের উত্তর অগাস্টের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। এরপরও পরীক্ষার্থীদের 'অ্যান্সার কি' চ্যালেঞ্জের জন্য দু'দিন সময় দেওয়া হবে।
গত ১৭ জুলাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্জামিনেশন নেয় বোর্ড। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের কোর্সের জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।
কীভাবে WBJEE-র 'অ্যান্সার কি' চেক করবেন ?
১ প্রথমে বোর্ডের অফিশায়াল ওয়েবাসাইট wbjeeb.nic.in-এ যান।
২ এবার হোমপেজে জয়েন্টের অ্যান্সার কি দেখার লিঙ্কে ক্লিক করুন
৩ লিঙ্ক ক্লিক করার পরই নতুন একটা স্ক্রিন খুলে যাবে আপনার সামনে।
৪ নিজের ক্রেডেনশিয়াল দিয়ে সেখানে লগ ইন করুন
৫ সেখানে এবার জয়েন্টের 'অ্যান্সার কি'-র একটা পিডিএফ দেখতে পাবেন
৬ পিডিএফ ডাউনলোড করে তা প্রিন্টআউট নিয়ে নিন
দুই ধরনের পদ্ধতির মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে এই পিডিএফ। একটিতে আবেদনের নম্বর ও পাসওয়ার্ড দিলেই খুলে যাচ্ছে 'অ্যান্সার কি'। অন্য অপশনে আবেদনের নম্বরের সঙ্গে দিতে হচ্ছে জন্মের তারিখ। তবেই পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে। প্রার্থীদের সুবিধার্থে বলা হয়েছে, রাজ্যে জয়েন্ট প্রবেশিকার বিষয়ে বিশদে জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে। সেখানেই যাবতীয় WBJEE Result 2021-এর যাবতীয় আপডেট দেওয়া হবে।
এবার কোভিডকালে সংক্রমণের আশঙ্কায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে ১১ জুলাই পরীক্ষার দিন স্থির করা হলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানায় সব মিলিয়ে ২৭৪টি কেন্দ্রে জয়েন্টের এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেই দিকে নজর রেখেই হবে পরীক্ষা।
Education Loan Information:
Calculate Education Loan EMI